“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”

ক্রীড়া প্রতিযোগিতা মেতে উঠুক তরুন সমাজ, তারুণ্য উৎসব -২০২৫, নতুন বাংলাদেশ গড়ার লক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫
ফাইনাল ম্যাচ,সমাপনী অনুষ্ঠানে উপস্থিত
প্রধান অতিথি মোঃ আদনান চৌধুরী, উপজেলা নির্বাহী, রুমা ও সভাপতি, উপজেলা ক্রীড়া সংস্থা।
বিশেষ অতিথি অফিসার ইনসার্জ রুমা থানা ও রুমা উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার বৃন্দ ও উঃনাইন্দিয়া ভানতে,অনাথাশ্রম, রুমা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোঃ জসিম উদ্দিন, সাধারন সম্পাদক,রুমা ব্যাডমিন্টন এসোসিয়েশন রুমা।
মোঃ হেলাল উদ্দিন, কোষাধ্যক্ষ, (আর বি এ) ও আহবায়ক, টুর্নামেন্ট পরিচালনা কমিটি।
অনুষ্ঠান পরিচালনায়:- মংমং মারমা, যুগ্ম সম্পাদক, আর বি এ, রুমা।
খেলা পরিচালনায়:- মোঃ জাফর আলম, মোঃ সাঈদ, মিজানুর রহমান, দিপ্ত মারমা,ওমং মারমা,শৈসাউ মারমা।
ফলাফল :-
ডাবল জুটিতে ২-১ সেটে ভানরৌপুই ও লালহাও জুটিকে হারিয়ে জুয়েল দাশ ও উসাই মং মারমা বিজয়ী হয়।
একক ইভেন্টে :- জুয়েল দাশ কে ০-২ সেটে হারিয়ে রোকন উদ্দিন বিজয়ী হয়।
সকল বিজয়ী দলকে (আর বি এ) এর পক্ষে অভিনন্দন জানাই সেই সাথে
বিজিত দলের জন্য শুভকামনা।
আয়োজনের জন্য উপজেলা প্রসাশন ও সভাপতি, উপজেলা ক্রীড়া সংস্থা মহোদয় কে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
সুন্দর একটি টুর্নামেন্ট সফল ও স্বার্থক পরিচালনা করার জন্য আর বি এর সকল কে ধন্যবাদ জানাই।
খেলোয়াড়দের মাঝে স্পেশাল ট্রফি দেওয়ার জন্য জসিম উদ্দিন, ব্যবস্থাপক,হোটেল আরন্য বান্দরবান ও সাধারন সম্পাদক আর বি এ রুমা মহোদয়কে আর বি এর সকল সদস্যদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।