টাঙ্গাইল সখীপুর ৫ টি দোকান পুড়ে ছাই,

টাঙ্গাইল সখিপুর পৌর শহরের প্রাণকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শহরের কচুয়া রোডের খেলাঘর ও ইউসুফ মিয়ার খোলা পেট্রোলের দোকানসহ অন্তত ৫টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে।।গতকাল রবিবার (৯ ফেব্রুয়ারি) রাত ৮টা ৪০মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনার শুরু হয়। পরে সখিপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের এক ঘণ্টার চেষ্টায় রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ইতিমধ্যে দোকানগুলোর কিছুই আর অবশিষ্ট নেই। ক্ষতিগ্রস্ত কয়েকজন ব্যবসায়ী জানিয়েছেন,আগুনে পুড়ে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।প্রত্যক্ষদর্শী টাইগার নজরুল সহ বেশ কয়েকজন ব্যবসায়ী জানান, মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপ ধারণ করে। সবচেয়ে শঙ্কার বিষয় ছিল- অগ্নিকাণ্ডের পশ্চিম পাশে ডাচ বাংলা ব্যাংক ও পূর্বপাশে একটি টিনের দোকানের পরেই অগ্রণী ব্যাংকের শাখা।আগুন ছড়িয়ে পড়লে শাখা দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হত। বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এড.আহমেদ আযম খান দূর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সকল ধরনের সহযোগিতা করবেন বলে ক্ষতিগ্রস্থদের আশ্বস্থ করেন। লাবীব গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি সিআইপি সালাহউদ্দন আলমগীর রাসেল আগুনে পুড়ে যাওয়া কচুয়া রোডের ৫টি দোকান পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্থদের ১৫লাখ টাকা অনুদান প্রদান করেন।