টেকনাফের অপহরণকারী দলের মূলহোতা কুখ্যাত আবু তালেব গ্রামবাসীর সহায়তায় আটক

কক্সবাজার টেকনাফে ভূক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে বিজিবি জওয়ানেরা স্থানীয় জনতার সহায়তায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করে থানায় সোর্পদ করেছে।
১০ফেব্রুয়ারী সকাল ১১টায় পাহাড়ি স্বশস্ত্র অপহরণকারী চক্রের আস্তানা হতে পালিয়ে আসা ভিকটিম সাবরাং নয়াপাড়ার মনির আহমদের পুত্র মোঃ জাবের (২৮) এর অভিযোগের ভিত্তিতে সাবরাং বিওপির কমান্ডার স্থানীয় জনতার সহায়তায় অভিযান চালিয়ে একই এলাকার মৃত ফজল হকের পুত্র কুখ্যাত প্রতারক মোঃ আবু তালেব (৩৫) কে গ্রেফতার করে। এরপর ধৃতকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৯ফেব্রুয়ারি বিকাল ৪টায় মিথ্যা প্রলোভনের ফাঁদে ফেলে স্থানীয় মনির আহমদের পুত্র জাবের (২৮), মাহমুদ হোসনের পুত্র মোঃ রায়হান মনু(২০), মোঃ সেলিমের পুত্র মোঃ রায়হান (১৮), জমির আহমদের পুত্র মোঃ জাকারিয়া (১৮)সহ ৫জনকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে টেকনাফের পল্লানপাড়া পাহাড়ি এলাকায় আবু তালেব তার সহযোগীদের হাতে নিরীহ বাংলাদেশী নাগরিকদের তুলে দেন। এ সময় তাদের উপর অমানুষিক নির্যাতন চালিয়ে
মুক্তিপণ দাবি করা হয়। উক্ত ঘটনাস্থল থেকে মোঃ জাবের পালিয়ে এসে বিজিবির সহায়তা কামনা করলে আবু তালেবকে আটক করা হয়।
এই ঘটনায় অপহৃত ব্যক্তিদের অভিভাবকদের পক্ষ থেকে টেকনাফ থানায় একটি অপহরণ মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান (পিএসসি) নিশ্চিত করেন।