নন্দীগ্রামে দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বগুড়ার নন্দীগ্রামে দমদমা আমিনিয়া দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ই ফ্রেব্রয়ারী) মাদ্রাসা মাঠে বালক ও বালিকা মাদ্রাসার যৌথ আয়োজনে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিন সকাল সাড়ে ৯টায় জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন এবং পবিত্র কুরআন তেলাওয়াত পরিবেশন শেষে শিক্ষার্থীদের কুচকাওয়াজের মধ্য দিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের যেমন খুশি তেমন সাজো, দৌড়, মোরগ যুদ্ধ, দীর্ঘ লাপ, দরিখেলা, চেয়ার খেলা ও ইসলামী সংগীত পরিবেশন করেন শিক্ষার্থীরা।
এ সময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার (ভারপ্রাপ্ত) প্রিন্সিপাল দৌলাতুজ্জামান, মাদ্রাসার সহকারী মাওলানা মোঃ শাহিন আলম, বাংলা শিক্ষক মোঃ একরামুল হক, সহকারী মৌলভি মোঃ তাজুল ইসলাম। এছাড়াও উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা জামায়াতে ইসলামের মজলিসুল সুরা সদস্য মোঃ জহুরুল ইসলাম ১নং বুড়ল ইউনিয়নের ৭ নং ওয়ার্ড জামায়াতে ইসলামের সভাপতি মোঃ আশরাফ আলী ১ নং বুড়ইল ইউনিয়ন বিএনপির ৬নং ওয়ার্ডের সভাপতি মোঃ জহুরুল ইসলাম, আশরাফুল ইসলাম বুদ্দি সহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে খেলায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।