সমন্বয়ক হান্নান মাসুদকে চট্টগ্রামস্থ হাতিয়াবাসীর গণসংবর্ধ্বনা

২৪’র অসহযোগ আন্দোলনের ঘোষক, ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবের অন্যতম সমন্বয়ক হাতিয়ার কৃতিসন্তান আবদুল হান্নান মাসুদকে গণসংর্ধ্বনা দিলো চট্টগ্রামস্থ হাতিয়াবাসী। এ উপলক্ষে ১ নভেম্বর (শুক্রবার) চট্টগ্রাম এলজিইডি ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাতিয়া ছাত্র যুব পরিষদের সভাপতি এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হাতিয়ার কৃতি সন্তান মুহাম্মদ আমিরুল ইসলাম সাহেদ।
মনির উদ্দিন, চট্টগ্রাম জজ কোর্টের সিনিয়র আইনজীবী এড. মাহাবুবুল ইসলাম, ম্যাপসুজ লিমিটেড এর জিএম জনাব আতাউর রহমান ফরহাদ, এড. সোহরাব হোসেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের এজিএম জিয়াউর রহমান, প্রধান শিক্ষক কামরুল হাসান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান, আশা ইন্টারন্যাশনাল এর নিজাম উদ্দিন, হাতিয়া ছাত্র-যুব পরিষদ,চট্টগ্রাম এর সাবেক সভাপতি এম. সাইফুল্লাহ মুনির, জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশীদ, বিশিষ্ট ব্যবসায়ী কামরুল হাসান চৌধুরী, বিশিষ্ট লেখন ও গবেষক মোঃ শাহাজাহান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহম্মেদ, শিক্ষক আলতাফ হোসেন, হাতিয়া ছাত্র-যুব পরিষদ, চট্টগ্রাম এর সাবেক সাধারণ সম্পাদক শাকিল আল মামুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক ওমর ফারুক, ইফা হোসেন ইপ্তি, তানভীর শরীফ, এজিএম বাপ্পি, তামজীদ উদ্দিন প্রমূখ।
অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ছাড়াও সম্মাননা স্মারক প্রদান করা হয় চট্টগ্রামের সমন্বয়ক এজিএম বাপ্পি ও মোহাম্মদ তানবির শরিফ-কে।
ক্ষমতা দখল করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম জেলার সমন্বয়ক এজিএম বাপ্পি এবং মোহাম্মদ তানবির শরিফ, হাতিয়া ছাত্র যুব পরিষদের সহ-সভাপতি মোহাম্মদ ফিরোজ উদ্দিন (রাজু), হাজ্বী মোহাম্মদ মহসিন কলেজের হাতিয়া স্টুডেন্টস ফোরামের সভাপতি মোহাম্মদ ওসমান গণি। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়, চটগ্রাম কলেজ, সিটি কলেজ, মহসিন কলেজ, কমার্স কলেজ, কুয়াইশ কলেজ চট্টগ্রামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার ৫ শতাধিক হাতিয়াবাসী।
বক্তারা হাতিয়ার চলমান বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তারা আশা করেন আব্দুল হান্নান মাসুদ এই সমস্যাগুলো শীঘ্রই সমাধান করার চেষ্টা করবেন। বিশেষ করে নদীপথে যাতায়াত এবং চিকিৎসা ব্যবস্থা, বিদ্যুতের সমস্যা তুলে ধরেন। হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাট পর্যন্ত ফেরি চালুর কথা বলেন। চট্টগ্রাম থেকে হাতিয়ার জাহাজ চলাচলের সমস্যা তুলে ধরেন। হাতিয়াতে বর্তমানে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি সহ যাবতীয় সমস্যা তুলে ধরেন