যুব দিবসে হাতিয়ায় বিডি ক্লিন এর উদ্যোগে খাল পরিস্কার অভিযান

জাতীয় যুবদিবস-২০২৪ উপলক্ষ্যে ১ নভেম্বর (শুক্রবার) হাতিয়ায় খাল পরিস্কার করে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন এর হাতিয়া টিম।
শুক্রবার সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এই পুরাতন কোর্টের সামনের খাল থেকে উপজেলা পরিষদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত স্থানে পরিচ্ছন্নতা অভিযান চলে। এতে বিডি ক্লিন হাতিয়া টিম এর সমন্বয়ক (আইটি এন্ড মিডিয়া) মোঃ আহাদ বিন জিহাদ, সমন্বয়ক (লজিস্টিকস) মাজেদ উদ্দিন এবং সহ-সমন্বয়ক ঈশিতা ইসলাম লিমা এর নেতৃত্বে ১৮ জন বিডি ক্লিন সদস্য অংশ নেন।
এসময় তাদের সাথে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা। তিনি বলেন, বিডি ক্লিন সদস্যদের জন্য গর্ব অনুভব করছি। আপনারা শুধু আমাদের পরিবেশকেই সুন্দর করছেন না বরং আমাদের সমাজে সচেতনতার বার্তাও পৌঁছে দিচ্ছেন। বিডি ক্লিনকে ধন্যবাদ জানিয়ে তিনি অন্য সকল সামাজিক সংগঠনকে একসাথে আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় অংশীদার হওয়ার আহ্বান জানান।
বিডি ক্লিন হাতিয়া টিমের সমন্বয়ক আইটি এন্ড মিডিয়া আহাদ বিন জিহাদ বলেন, যুব শক্তির অঙ্গীকারে আমরা এগিয়ে যাচ্ছি একটি পরিচ্ছন্ন ও সবুজ হাতিয়ার লক্ষ্যে। যুব দিবসে আমাদের এই উদ্যোগের মাধ্যমে পরিবেশ রক্ষায় যুব সমাজের ইতিবাচক ভূমিকা তুলে ধরতে পেরে আমরা আনন্দিত। পরিচ্ছন্নতার এই অভিযানকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, পরিচ্ছন্নতার শুরু হোক আমার থেকেই।
বিডি ক্লিন সদস্যদের স্বেচ্ছাসেবায় পরিচ্ছন্নতা অভিযানের প্রশংসা করেন স্থানীয়রা। তারা বলেন, বিডি ক্লিন হাতিয়া টিমের সদস্যদের এই নিরলস প্রচেষ্টা দেশের ভবিষ্যতের জন্য এক উজ্জ্বল বার্তা বয়ে এনেছে। খাল পরিস্কারের এমন উদ্যোগ দেশের সব জায়গায় ছড়িয়ে দিতে পারলে আমরা সহজেই একটি পরিচ্ছন্ন, সুন্দর ও জলাবদ্ধতামুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারবো।