নাগেশ্বরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা কার্যালয় উদ্বোধন

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) সকাল নয় ঘটিকায় উপজেলার পশ্চিম কামার পারায় নিজস্ব ভবনে কার্যালয়ের উদ্বোধন করা হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মান্নান মিঞার সভাপতিত্বে উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ আব্দুল মতিন ফারুকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা মোঃ নিজাম উদ্দিন, জেলা সহকারী সেক্রেটারী
মাওলানা মোঃ আব্দুল হামিদ মিয়া ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এ্যাডভোকেট মোঃ ইয়াছিন আলী সরকার।
এ সময় অতিথিগণ তারদের বক্তব্যে বলেন- আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমারা আন্দোলন করে যাবো। আমরা আমাদের জান , মাল দিয়ে হলেও এই দেশে কুরআনের আইন বাস্তবায়নের চেষ্টা করবো। তারা আরো বলেন, গোটা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাওয়াত পৌছে দিবো ইনশাআল্লাহ।
আল্লাহ তায়ালা আমাদের কে সুন্দর পরিবেশ দান করেছেন। আমরা বাংলাদেশের সংবিধানকে কুরআনের সংবিধানে রুপান্তর করতে চাই। ইনশাআল্লাহ।
আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন, জেলা আমীর মাওলানা মোঃ আব্দুল মতিন ফারুকী ।
এসময় আরো উপস্থিত ছিলেন, নাগেশ্বরী পৌর জামায়াতের আমীর মাওলানা মোঃ আফজাল হোসেন , সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বেলাল মাস্টার । এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সেক্রেটারিসহ, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি,সেক্রেটারি ও সর্বস্তরের জনগন।