নেত্রকোণা বারহাট্টায় নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে

উপজেলা প্রশাসনের আয়োজনে এ দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে সরকারি-কর্মকর্তা কর্মচারী, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, বারহাট্টা প্রেসক্লাব, বঙ্গবন্ধু পরিষদ, মনসুর আহমাদ মহিলা কলেজ, বারহাট্টা সরকারি কলেজ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে স্মৃতিসৌধের প্রাঙ্গণে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা, সকাল ৬ ঘটিকায় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে ৮.৩০ ঘটিকায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয় সঙ্গীত পরিবেশন, কুচকাওয়াজ ও মুক্তিযোদ্ধাদের ফুলের শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানে বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস বাবুল, মানস গুণ, শান্তনা রানী দত্ত ও মস্তুরা আক্তার চাদনীর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি’র সভাপতিত্বে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাঈনুল হক কাসেম , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারহাট্টা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনূর আক্তার শায়লা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ মোহাঃ আবদুল কাদের প্রমুখ ।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের এগিয়ে আসতে হবে।
বিকাল ৩ ঘটিকায় সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়। এতে বারহাট্টা শিল্প কলা একাডেমি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।