ঝিনাইদহে হেব্বি ফাউন্ডেশনের উদ্যোগে”ফেলনা খেলনা ঘর”

মহান স্বাধীনতা দিবস-২০২৪ উপলক্ষে ঝিনাইদহের সবচেয়ে জনপ্রিয় সেচ্ছাসেবী সংগঠন হেব্বি গ্রুপ ফাউন্ডেশন এর পক্ষ থেকে শহরের পৌর ইকোপার্ক দেবদারু এভিনিউ নবগঙ্গা নদী পাড়ে সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের জন্য একটি “ফেলনা খেলনা ঘর” চালু করা হয়েছে। মুলত বিত্তবান মানুষের ছেলে মেয়ে দের বিভিন্ন প্রকার রকমারি খেলন নিয়মিত কেনার শেষ নেই। তারা কিছু দিন পর সেগুলি ফেলে দেই সেই ফেলনা খেলনা এখানে এনে রেখে যাবে এতে করে অসহায় দারিদ্র্য সুবিধা বঞ্চিত শিশুরা তাদের পছন্দ মতো খেলনা নিয়ে যাওয়ার মাধ্যমে তাদের মুখে হাসি ফোঁটবে।
উক্ত সময়ে উপস্থিত ছিলেন – পৌর ইকোপার্ক এর ডিজাইনার আন্তর্জাতিক খ্যাতিমান প্রকৌশলী দম্পতি খোন্দকার হাসিবুল কবির ও সোহেলী ফারজানা, গাউস গোর্কি উপদেষ্টা হেব্বি গ্রুপ ফাউন্ডেশন, আনোয়ার ফিরোজ মাসুম ওনার চাষি বাড়ি, মালেকা হেনা মায়া নারী বিষয়ক সম্পাদক হেব্বি গ্রুপ ফাউন্ডেশন, জাহান লিমন প্রধান নির্বাহী হেব্বি গ্রুপ ফাউন্ডেশন, কার্য নির্বাহী সদস্য সুমন আহমেদ, হেব্বি গ্রুপ ফাউন্ডেশনের আজীবন সদস্য জে এম অনিম আহমেদ সোহান, নির্বাহী সদস্য দীপ আহমেদ, চিত্র শিল্পী সামি সৌমিক, আইটি বিষয়ক সহ সম্পাদক আলিম দার, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সলক, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সহ সম্পাদক জেরিন তাসনিম মাহি, মোঃ ইমরান হোসেন, নির্বাহী পরিচালক, সপ্তসংঘ যুব পরিবার, ঝিনাইদহ।এছাড়া ভলেন্টিয়ার সদস্য আকিমুল পলাশ, তাবাসসুম শুমি, নাইচ, স্নিগ্ধতা তাসনুম, নুসরাত, জুই সহ অনান্য সকল সদস্য উপস্থিত ছিলেন।
সবশেষে ” ফেলনা খেলনা ঘর ” এ বাসা বাড়ির পুরাতন ফেলে দেওয়া খেলনা এখানে রেখে যাওয়ার অনুরোধ জানানো হয়।