চাঞ্চল্যকর গণধর্ষণের মামলার আসমি গ্রেফতার

চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার অন্যতম প্রধান আসামি মোঃ ইব্রাহিম (২৫) কে গাজীপুরের পোড়াবাড়ি থেকে র্যাব-১, গাজীপুর এর সাথে যৌথ অভিযানে গ্রেফতার করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন র্যাব-১৪, জামালপুর।
গত ১৯ এপ্রিল জামালপুরের ইসলাম পুর উপজেলার শিলদহ গ্রামে সাদিক বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ভিকটিমের সাথে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক করে। ঘটনার দিন ভিকটিমকে মোবাইল ফোনের মাধ্যমে সুকৌশলে ঘটনাস্থলে এনে আসামি জোরপূর্বক ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। ঘটনাস্থলের পাশে পূর্ব হইতে উৎপেতে থাকা আসামি শিপন, ইব্রাহিম ও ইউসুফ হাজির হলে আসামি মোঃ সাদিক দৌড়াইয়া চলে যায়। পরবর্তীতে উক্ত শিপন ইব্রাহিম ও ইউসুফ আসামিগণ ধর্ষণের বিষয়টি এলাকার লোকজনদের জানিয়ে দিবে বলে ভিকটিমকে ভয় দেখায় এবং এক পর্যায়ে ভিকটিমের মুখ চেপে ধরে ইচ্ছার বিরুদ্ধে গণধর্ষণ করে। আসামিগণ ভিকটিমের শারীরিক অবস্থা অবনতি হলে তার বাড়ির সামনে রেখে কৌশলে দ্রুত পালিয়ে যায়। এবিষয়টি ভিকটিম তার পরিবারের সদস্যদের জানায়।এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে জামালপুর জেলার ইসলামপুর থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন। ইসলামপুর থানার মামলা নং-০৪, তাং-০৫/০৫/২০২৪ইং।
আসামি গ্রেফতার করার জন্য ও বিশ্লেষণের মাধ্যমে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর এবং র্যাব-১, সিপিএসসি, পোড়াবাড়ী, গাজীপুর এর যৌথ আভিযানিক দল ১৪ মে দুপুর ১২.০৫ মিনিটের সময় জিএমপি গাজীপুর জেলার সদর উপজেলার পোড়াবাড়ি ট্রাস্ট ব্যাংক এটিএম বুথের সামনে অভিযান পরিচালনা করে গণধর্ষণ মামলার অন্যতম আসামী মোঃ ইব্রাহিম (২৫)কে গ্রেফতার করতে সক্ষম হয়। সূত্রোক্ত মামলা মোতাবেক ধৃত আসামীকে জামালপুর জেলার ইসলামপুর থানার মামলা তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।