লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন জিল্লুর রহমান

নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের পরিচালনা ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন সম্পন্ন হয়েছে।
প্রস্তাব কারী: ছিলেন ২ জন
তরিকুল ইসলাম (তুর্কি)= বদরুল আলম টিটো কে প্রস্তাব রাখে।
এবং সাহারিয়ার শাহীন=জিল্লুর রহমান কে প্রস্তাব রাখে।
এবং প্রকাশ্যে ভোট গ্ৰহনের দাবি জানান ৯ জন সদস্যদের মধ্যে ৩ জন, তরিকুল ইসলাম ( তুর্কি)
কামাল হোসেন ও খায়রুল আলম।
এসয়ম সংখ্যা গরিষ্ঠতাই কম হওয়ায় গোপন ভোটের মাধ্যমে নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত হয়।
শনিবার ১৮ মে তারিখ লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভূঁইয়া ও প্রধান শিক্ষক সহ স্কুল কমিটির সদস্যদের সিদ্ধান্ত মোতাবেক গোপন ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
মোট ভোটার সংখ্যা ০৯ জন। নির্বাচিত সদস্য মহিলা সহ ৫ জন ও শিক্ষক প্রতিনিধি ৩ জন দাতা সদস্য ১ জন মোট ৯ জনের মধ্যে ভোট গ্ৰহন হয়।
উক্ত নির্বাচনে সভাপতি পদে ২ জন অংশ গ্রহণ করেন
সাবেক সভাপতি বদরুল আলম টিটো এবং জিল্লুর রহমান। জিল্লুর রহমান ৯ ভোটের মধ্যে ৫ ভোট পায়।ও সাবেক সভাপতি বদরুল আলম টিটো ৯ ভোটের মধ্যে ৩ ভোট পান এবং ১ টি ভোটার ভোট দেন নাই।
জিল্লুর রহমান ৯ ভোটের মধ্যে ৫ ভোট পেয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভূঁইয়া বলেন, ঐতিহ্যবাহী লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে সভাপতির ভুমিকা অপরিসীম। তাই নব নির্বাচিত সভাপতির নির্দেশনা মোতাবেক বিদ্যালয় কে সুন্দর ও সমৃদ্ধি করে গড়ে তোলেন, তার জন্য শুভ কামনা থাকবে।