উপজেলায় চেয়ারম্যান সোহরাব, ভাইস চেয়ারম্যান রহিম ও শামীমা
উপজেলা পরিষদ নির্বাচনে

যশোরের শার্শা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সোহরাব হোসেন। তিনি দেয়াত কলম মার্কায় পেয়েছেন ৩৭ হাজার ৫৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অহিদুজ্জামান আনারস মার্কায় পেয়েছের ১২ হাজার ২৯১ ভোট। অপর প্রার্থী আব্দুল মান্নান মিন্নু মোটরসাইকেল মার্কায় পেয়েছেন ৩ হাজার ৯২৯ ভোট ও ইব্রাহীম খলিল ঘোড়া মার্কায় পেয়েছেন এক হাজার ৭৯১ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আব্দুর রহিম সরদার। তিনি তালা মার্কায় পেয়েছেন ২২ হাজার ৯৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম মন্টু চশমা মার্কায় পেয়েছেন ১৪ হাজার ৪৫৯ ভোট,
অপর প্রার্থী শাহরিয়া আলম টিউবওয়েল মার্কায় পেয়েছেন ১৩ হাজার ৮৬৬ ভোট ও তরিকুল ইসলাম টিয়াপাখি মার্কায় পেয়েছেন ৪ হাজার ২১৪ ভোট।
এছাড়া, মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হয়েছেন শামীমা আলম খাতুন। তিনি কলস মার্কায় পেয়েছেন ৪২ হাজার ৬২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলেয়া ফেরদৌস হাঁস মার্কায় পেয়েছেন ৭ হাজার ৭২৯ ভোট ও নাজমুন নাহার ফুটবল মার্কায় পেয়েছেন ৫ হাজার ১৬১ ভোট। বিপুল ভোটে নির্বাচিত সোহরাব হোসেনের কর্মী ও সমর্থকরা শার্শা বাজারে সন্ধ্যায় আনন্দ মিছিল করেছে।
এই ভোটে শার্শায় ভোটগ্রহণের আগের দিন পর্যন্ত নানা ধরনের শঙ্কা বিরাজ করছিল। বিশেষ করে শার্শায় ছিল টানটান উত্তেজনা। এ কারণে প্রশাসনের পক্ষ থেকে ছিল বিশেষ নজরদারি। কিন্তু শেষ পর্যন্ত কোনো উপজেলায় অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। তবে, ভোটার উপস্থিতি তুলনামূলক কম ছিল। সহিংস ঘটনা না ঘটায় শেষ পর্যন্ত স্থানীয় লোকজন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।