রংপুর বিভাগে ১৯ টি উপজেলায় একমাত্র মহিলা
ডোমার উপজেলা চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন সরকার ফারহানা আখতার সুমি

সরকার ফারহানা আখতার সুমি
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ২০২৪ এর প্রথম ধাপে অনুষ্ঠিত নীলফামারীর ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান শপথ নিলেন।
গতকাল (২৮শে মে) রংপুরে ১৯ টি উপজেলার ৫৭ জন চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান,মহিলা ভাইস চেয়ারম্যান প্রথম ধাপে সকাল ১১টায় রংপুর বিভাগীয় সদর দপ্তরে বিভাগীয় কমিশনার জাকির হোসেন নির্বাচিত জনপ্রতিনিধিকে শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণের পর ডোমারের প্রথম নারী চেয়ারম্যান ফার্মাসিস্ট সরকার ফারহানা আখতার সুমি তার শপথ গ্রহন অনুষ্ঠানের সফর সঙ্গীদের সামনে অভিব্যক্তি প্রকাশ করে বলেন, আমার জনগণ আমাকে নির্বাচিত করে পবিত্র দায়িত্ব প্রদান করেছেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করে ডোমারবাসীর উন্নয়নে কাজ করবো। ডোমার উপজেলাকে মডেল ও স্মার্ট উপজেলায় গড়ে তোলা আমার লক্ষ্য। শত প্রতিকূলতার মাধ্যমে আমাকে নির্বাচিত করায় ডোমার উপজেলার সকল সাধারণ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
চিলাহাটিবাসী অত্যন্ত আনন্দিত ও গর্বিত যে চিলাহটির একজন মধ্যবিত্ত পরিবারের জন্ম গ্রহন করা ফারহানা আখতার সুমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ভোগডাবুরী, কেতকীবাড়ি, গোমনাতি, জোড়াবাড়ি ইউনিয়ন মানুষের একজন গর্বিত নারী হিসেবে পরিচিতি লাভ করেছেন। ডোমার-ডিমলা উপজেলাবাসী আগামী নির্বাচনে ফারহানা আখতার সুমিকে এমপি হিসেবে মনোনীত করতে চায়।