শ্রীপুর উপজেলা নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান কে গন সংবর্বধন

শ্রীপুর উপজেলা নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নাছির মোড়ল গোসিংগা ইউনিয়নের পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (৩১ মে) বাদ মাগরিব গোসিংগা ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে গোসিংগা কাট মহল মাঠে এই গণসংবর্ধনা দেওয়া হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোঃ নাছির মোড়ল বলেন, আপনারা আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। আমি আপনাদের নিকট চির কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আমি আপনাদের পাশে পূর্বেও ছিলাম বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকব। আমি আপনাদেরই সন্তান। আমার দরজা আপনাদের জন্য সব সময় খোলা থাকবে আপনারা যেকোনো বিষয় নিয়ে সরাসরি আমার সঙ্গে কথা বলবেন।
আপনাদের এলাকার সকল অসমাপ্ত কাজগুলো আমি এবার আপনাদের সঙ্গে নিয়েই সমাপ্ত করতে চাই।
*********
তিনি আরো বলেন, এলাকার যেকোনো সমস্যা আপনাদের সঙ্গে নিয়েই করব। স্মার্ট শ্রীপুর উপজেলা বিনির্মাণে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।
গোসিংগা ইউনিয়ন বীর মুক্তিযুদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে ও গোসিংগা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম শেখ এর সঞ্চালনায় এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আরো বক্তব্য রাখেন অনেকেই।
সংবর্ধনা অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যানদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন