চুনারুঘাট- মাধবপুর উপজেলা নির্বাচনে ৪ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত ।

চতুর্থ ধাপে হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে দুই উপজেলা থেকে চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বিতা করেন। তবে প্রদত্ত ভোটের ৮ ভাগের কম ভোট পেয়ে ৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন।
এর মধ্যে চুনারুঘাটে ৩ ও মাধবপুরে ১ জন প্রার্থী রয়েছেন। নিয়ম অনুযায়ী মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ অর্থাৎ যারা সাড়ে ১২ শতাংশের কম ভোট পেয়েছেন তারা জামানত হারিয়েছেন।
গতকাল বুধবার (৫ জুন) রাতে উপজেলা সহকারী রিটার্ণিং কর্মকর্তাদের স্বাক্ষরিত পত্রে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা গেছে।
চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচেন চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন ৫ জন। এ উপজেলায় প্রদত্ত ভোট ১ লাখ ৮ হাজার ৮০৪ ভোটের ৮ ভাগের বেশি ৫২ হাজার ৮২৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সৈয়দ লিয়াকত হাসান (ঘোড়া)। তার প্রতিদ্ব›িদ্ব প্রার্থী মোঃ আবু তাহের পেয়েছেন ৩৫ হাজার ৫৬২ ভোট। এর মধ্যে প্রদত্ত ভোটের কম পেয়ে জামানত হারিয়েছেন ৩ জন। তারা হলেন, লুৎফুর রহমান চৌধুরী (কৈ মাছ)। তিনি পেয়েছেন ৮ হাজার ৬২৩ , মোঃ রায়হান উদ্দিন (মোটর সাইকেল)। তিনি পেয়েছেন ৬ হাজার ৬৭২ ও মোঃ হাবিবুর রহমান জুয়েল (কাপ-পিরিচ)। তিনি পেয়েছেন ১ হাজার ৭৪০।
মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। প্রদত্ত ভোট ১ লাখ ৫ হাজার ৫৯ ভোটের ৮ ভাগের বেশি ৬২ হাজার ২৫২ ভোট পেয়ে পেয়ে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান (ঘোড়া) পুনরায় বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব প্রার্থী মোঃ জাকির হোসেন চৌধুরী অসিম (আনারস) পেয়েছেন ৩৮ হাজার ৫২ ভোট। তবে প্রদত্ত ভোটের কম পেয়ে জামানত হারিয়েছেন সৈয়দ শাহ হাবিব উল্লা তিনি পেয়েছেন মাত্র ২ হাজার ২৮৪ ভোট।