চুনারঘাটে- মাধবপুর ৯ ভাইস চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

চুনারুঘাট ও মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচনে জামানত হারিয়েছেন ৯ নারী ও পুরুষ ভাইস-চেয়ারম্যান প্রার্থী। দুটি উপজেলায় নারী ও পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বিতা করেন।
এর মধ্যে চুনারুঘাটে নারী ও পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে,মাধবপুর পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২ জন জামানত বাজেয়াপ্ত হয়েছে
নিয়ম অনুযায়ী মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ অর্থাৎ সাড়ে ১২ শতাংশের কম ভোট পেয়ে তারা জামানত হারিয়েছেন।
জানা যায় চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচনে নারী-পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে ১২ জন জন প্রার্থী প্রতিদ্ব›িদ্ব করেন। এর মধ্যে জামানত হারিয়েছেন ৭ জন। প্রদত্ত ভোটের সাড়ে ১২ শতাংশের কম পেয়ে ৭ জন পুরুষ ভাইস-চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৩ জন প্রার্থী জামানত হারিয়েছেন। তারা হলেন, মোঃ শাহজাহান (তালা), তিনি পেয়েছেন ১২ হাজার ৮৮১ ভোট। মোঃ কবির মিয়া খন্দকার (টিউবওয়েল), তিনি পেয়েছেন ৩ হাজার ৮৫৫ ভোট ও মোঃ আজিজুল হক তালুকদার (উড়োজাহাজ), তিনি পেয়েছেন ৩ হাজার ৭৩৮ ভোট। এই উপজেলায় ৫ জন নারী ভাইস-চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন। তারা হলেন, কাজী সাফিয়া আক্তার (হাঁস), তিনি পেয়েছেন ১২ হাজার ২১ ভোট, আবিদা খাতুন (ফুটবল), তিনি পেয়েছেন ৮ হাজার ৮৭৩ ভোট। মোছাঃ ইয়াছমিন আক্তার মুক্তা (বৈদ্যুতিক পাখা), তিনি পেয়েছেন ৪ হাজার ১৬৮ ও পারুল আক্তার (পদ্ম ফুল), তিনি পেয়েছেন ৩ হাজার ১৪৮ ভোট।
এদিকে মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচনে পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে ৬ ও নারী ভাইস-চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। এর মধ্যে পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী পদত্ত ভোট ১ লাখ ৫ হাজার ৬৭ ভোটের সাড়ে ১২ শতাংশের কম ভোট পেয়ে জামানত হারিয়েছেন। তারা হলেন, মোঃ আসাদুজ্জামান (টিয়া পাখি), তিনি পেয়েছেন ৩ হাজার ৫৮০ ভোট এবং মোঃ সোলাইমান মিয়া (টিউবওয়েল), তিনি পেয়েছেন ২ হাজার ৮৪৯ ভোট। তবে এই উপজেলায় নারী ভাইস-চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বতা করলেও কোন প্রার্থী জামানত হারাননি। সকল প্রার্থীরা প্রদত্ত ভোটের সাড়ে ১২ শতাংশের বেশি ভোট পেয়েছেন।