শ্রীপুরে সপ্তাহব্যাপি ভুমি সেবাসপ্তাহের উদ্ধোধন!

গাজীপুরের শ্রীপুর ভূমিসেবা সপ্তাহের উদ্ধোধন করা হয়েছে।
গত শনিবার (৮ জুন)সকাল ১১টায় বাংলাদেশ সরকার ঘোষিত সপ্তাহব্যাপী দেশজুড়ে ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষে তারই অংশ হিসেবে শ্রীপুর উপজেলা সহকারি কমিশনার(ভুমি)কার্যালয়ের উদ্যোগে শ্রীপুর উপজেলা (ভুমি) মাঠে উপজেলা সহকারি কমিশনার(ভুমি)শাইখা সুলতানার সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে সপ্তাহব্যাপী ভুমি সেবা সপ্তাহের উদ্ধোধন করেন।
এবারের সপ্তাহব্যাপি ভুমি সেবা সপ্তাহের প্রতিপাদ্য বিষয় ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ সরকার ঘোষিত সপ্তাহব্যাপী দেশজুড়ে ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উদযাপন করা হচ্ছে।
উদ্ধোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথির শোভন রাংসা বলেন,বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে চলা। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম একটি ক্ষেত্র হল স্মার্ট পদ্ধতিতে ভূমি সংক্রান্ত সকল সেবা জনসাধারণের দোর গোড়ায় পৌছে দেওয়া। ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে ভূমি সংক্রান্ত সেবাসমূহ অটোমশেনের মাধ্যমে জনগণের নিকট পৌঁছানোর লক্ষ্যে নানাবিধ কার্যক্রম করেছে।
ওই সময় সভাপতির বক্তব্যে উপজেলা সহকারি কমিশনার(ভুমি)সাইখা সুলতানা বলেন, ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় শ্রীপুর উপজেলা সহকারি কমিশনারপ্রশাসনের উদ্যোগে সপ্তাহব্যাপী (৮জুন হতে ১৪ জুন পর্যন্ত) ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উদযাপন করা হচ্ছে।
উপজেলার পৌরসভাসহ সকল ইউনিয়ন পর্যায়ে ভূমি অফিসেও সেবা গ্রহিতাদের সেবা নিশ্চিত করতে আমরা সবধরণেন প্রস্তুতি নিয়েছি। পৌরসভাসহ ইউনিয়ন ভূমি অফিসে ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উদযাপনের লক্ষ্যে সেবা বুথ স্থাপন করা হচ্ছে। তৃনমুল জনগোষ্ঠী যাতে সেবা পেতে পারে সে বিষয়টি মাথায় রেখে ইউনিয়ন পর্যায়ে বুথ স্থাপন করা হয়েছে।সরকারের এধরণের যুগপোযোগী সিদ্ধান্তকে সকল ভুমি সেবা গ্রহিতাদের কাছে পৌঁছে দিতে ইতিমধ্যে ব্যানার,ফেস্টুন,লিফলেটসহ নানা উদ্যোগ গ্রহন করেছি।
তিনি বলেন, সেবা গ্রহীতাদের সেবা সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসার জবাব সরাসরি উত্তর প্রদানের জন্য সেবা বুথে একজন কর্মকর্তা নিয়োজিত রাখা হচ্ছে।আমাদের সেবা আগামী ১৪ জুন পর্যন্ত চলবে।
উপজেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ,সমাজকর্মী,বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ,উপজেলা ভুমি কার্যালয়ের কানুনগো,সার্ভেয়ার,নাজিরসহ সকল ইউনিয়ন ভুমি সহকারি-উপ সহকারি ও সকপর্যায়ের কর্মচারি,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ এবং সাংবকদিকদের অংশ গ্রহনে সেবা গ্রহীতা তথা সাধারণ নাগরিকদের নিয়ে ব্যাপক অংশ গ্রহনের মধ্য দিয়ে এবারে
ভূমি সেবা সপ্তাহ-২৪ উদযাপন করা হয়।