হেব্বি গ্রুপ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদের হাসি

ঝিনাইদহ শহরে ফ্যামিলী জোন প্রাঙ্গণে ঝিনাইদহের জনপ্রিয় সেচ্ছাসেবী সংগঠন হেব্বি গ্রুপ ফাউন্ডেশন এর পক্ষ থেকে সমাজের সুবিধা বঞ্চিত শিশু ও অসহায় দরিদ্র্য মানুষের মাঝে কুরবানী ঈদ উপলক্ষে ঈদ খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়েছে। সাথে উপস্থিত সকল কে ঈদ খাদ্য সামগ্রী উপহার পাশাপাশি একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়।
উক্ত সময়ে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট শেখ সেলিম আহবায়ক প্রকৃতি ও জীবন ক্লাব ঝিনাইদহ, তরিকুল ইসলাম পলাশ প্রধান নির্বাহী এইড ফাউন্ডেশন, ফারহানা রেজা আঞ্জু প্যানেল মেয়র ঝিনাইদহ পৌরসভা ও সন্মানিত উপদেষ্টা হেব্বি গ্রুপ ফাউন্ডেশন, গাউস গোর্কি সন্মানিত উপদেষ্টা হেব্বি গ্রুপ ফাউন্ডেশন, মালেকা হেনা মায়া নারী বিষয়ক সম্পাদক হেব্বি গ্রুপ ফাউন্ডেশন , বিপ্লব রহমান পরিচালক সেভ সুইমিং ক্লাব, আনোয়ার ফিরোজ মাসুম পরিচালক চাষি বাড়ি, এস আই শামিম ঝিনাইদহ সদর থানা, মাহমুদ আল হাসান সাগর সহ-সভাপতি হেব্বি গ্রুপ ফাউন্ডেশন, জাহান লিমন প্রধান নির্বাহী হেব্বি গ্রুপ ফাউন্ডেশন, মুহিব জোয়ার্দার পরিচালক রাইজিং ইয়ুথ সোসাইটি, এছাড়া হেব্বি গ্রুপ ফাউন্ডেশনের অনান্য সদস্য উপস্থিত ছিলেন।
হেব্বি গ্রুপ ফাউন্ডেশন শুরু থেকে সমাজের সুবিধা বঞ্চিত শিশু ও অসহায় দারিদ্র্য মানুষের মুখে হাসি ফোঁটানোর পাশাপাশি সামাজিক নানা ধরনের কাজ করে থাকে।