আফটার লাইফ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে শামীম কবির

১৪ জুন শুক্রবার দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) মিলনায়তনে আফটার লাইফ ফাউন্ডেশন-দিনাজপুর এর আয়োজনে প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে অসহায়-দরিদ্র মানুষদের মাঝে ঈদ উপহার সমাগ্রী বিতরণ করা হয়েছে।
আফটার লাইফ ফাউন্ডেশন-দিনাজপুর এর সভাপতি মোঃ তাজুল ইসলাম তাজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও ঈদ উপহার বিতরণ করেন সংগঠনের উপদেষ্টা এবং দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালক ও মৌলভী ব্রাদার্স এর স্বত্ত্বাধিকারী মো: শামীম কবির। স্বাগত বক্তব্য রাখেন আফটার লাইফ ফাউন্ডেশন দিনাজপুরের সহ-সভাপতি সাব্বির মনোয়ার টনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) এর প্রধান শিক্ষক মোঃ নেজামুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপদেষ্টা হাফেজ মাওঃ মোঃ আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মোঃ মুকুল। সঞ্চালকের দায়িত্ব পালন করেন নির্বাহী সদস্য আবু কায়েস। অসহায়-দরিদ্র নারী-পুরুষদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করতে গিয়ে প্রধান অতিথি সংগঠনের উপদেষ্টা এবং দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালক ও মৌলভী ব্রাদার্স এর স্বত্ত্বাধিকারী মো: শামীম কবির বলেন, ইসলাম ধর্মে বলা আছে অসহায়-দরিদ্র মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে। প্রতিটি মুসলমানের জন্য নামায ফরয করা হয়েছে। প্রত্যেককে নামায পড়া উচিৎ এবং ধর্মীয় অনুশাসনের মধ্যে চলা দরকার। তাহলে যেমন সমাজ সংস্কার হবে তেমনি নিজেকে একজন সৎ ধর্মীক হিসেবে গড়ে তোলা সম্ভব।