বারহাট্টায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নেত্রকোনার বারহাট্টা উপজেলার নব- নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগনকে নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে এটাই ছিল প্রথম মাসিক সভা।
আজ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সেমিনার কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানগনকে ফুলেল শুভেচ্ছা জানান নেত্রকোনা-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু ও উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি সহ সকল দপ্তরের কর্মকর্তা- কর্মচারী ও অন্যান্য নেতৃবৃন্দ।
পরে উপজেলার সকল কর্মকর্তাদের সাথে নব- নির্বাচিত জনপ্রতিনিধিদের এক মাসিক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আশরাফ আলী খান খসরু এমপি।এছাড়াও বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাঈনুল হক কাসেম, সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আজাদ, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন , ভাইস চেয়ারম্যান শাহিনুর রহমান শাহীন , মহিলা ভাইস চেয়ারম্যান রুবি আক্তার,রায়পুর ইউনিয়নে চেয়ারম্যান আতিকুর রহমান রাজু । এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি)শামীমা আফরোজ মারলিজ, উপজেলা মৎস্য সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম,বারহাট্টা থানার ওসি মোঃ রফিকুল ইসলাম , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান , উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শিহাব উদ্দিন সহ আরও অনেকে।এছাড়াও বারহাট্টা উপজেলাবাসী, আওয়ামী লীগের অন্যান্য নেতা ও কর্মীবৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।