নান্দাইল বিএনপির অবস্থান কর্মসূচি পালন

ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে হত্যার দায়ে শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে ময়মনসিংহ নান্দাইলে বিএনপি অবস্থান কর্মসূচি পালন করেছে।
উপজেলা বিএনপির আয়োজনে বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রভাবশালী সদস্য, নান্দাইল উপজেলা বিএনপির সাবেক সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি জনাব নাসের খান চৌধুরীর সার্বিক তত্বাবধানে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে বিএনপির শত শত নেতাকর্মী মিছিল নিয়ে অবস্থান নিতে থাকেন । এসময় বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি সম্মানিত সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব আবুল কালাম আজাদ, নান্দাইল উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল মান্নান মাষ্টার ,ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য ও ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাবেক সহসভাপতি এম,আলমগীর সরকার,উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জনাব এনামুল হক এনাম, নান্দাইল উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নূর মোহাম্মদ ভূঁইয়া ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি সদস্য জনাব মাসুম,মাষ্টার,নান্দাইল উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক কামরুজ্জামান খোকন, মোয়াজ্জেমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মানিক মিয়া,বিএনপি নেতা আতাউল করিম অলি,উপজেলা যুবদল নেতা জহিরুল ইসলাম ও মোবারক হোসেন উজ্জল, আবু হুরাইরা,যুবদল নেতা আরিফ, সুমন,উপজেলা ছাত্র নেতা মানিক, হৃদয় হাসান,রায়হানসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচি থেকে সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে নেতাকর্মীদের নিজ নিজ জায়গা থেকে কাজ করা আহ্বান জানানো হয়। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার প্রতিবাদ জানিয়ে হাসিনাসহ জড়িতদের সর্বোচ্চ বিচারের দাবি করেন নেতাকর্মীরা।