টাঙ্গাইলে গণধর্ষণ মামলার ০২ ধর্ষক গ্রেফতার

গত ইং ০৪/০৯/২০২৪ তারিখ অনুমান রাত ০১.১০ ঘটিকায় টাঙ্গাইল জেলার মধুপুর থানাধীন ব্রাহ্মণবাড়ী সাকিনস্থ এ্যাডভোকেট রেজাউল করিম হিরন এর পুকুর পাড়ের পাশে কাচারী ঘরের বারান্দায় ভিকটিমের স্বামীকে হাত পা বেঁধে রেখে ভিকটিমকে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায়। এই সংক্রান্তে মধুপুর থানার মামলা নং-০৬, তারিখ-১০/০৯/২০২৪ ইং, ধারা- ৯(৩) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩: রুজু হয়।
উক্ত গণধর্ষণ মামলার ঘটনাটি লোমহর্ষক ও চাঞ্চল্যকর হওয়ায় পুলিশ সুপার, টাঙ্গাইল এর নির্দেশনায় দ্রুত মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার করার জন্য জেলা পুলিশ, টাঙ্গাইল এর একটি চৌকস পুলিশ টিম নিরন্তর প্রচেষ্টা চালিয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার রহস্য উদঘাটন করে। উক্ত গণধর্ষণের সাথে জড়িত ব্যক্তির অবস্থান সনাক্ত পূর্বক অভিযান পরিচালনা করে আসামী ০১।মোহাম্মদ আরিফ (২৩), পিতাঃ- নজরুল ইসলাম এবং আসামী ০২। মোঃ রুবেল (২৩), পিতাঃ- মোঃ আয়নাল, উভয় গ্রাম- ব্রাহ্মণবাড়ী (হিরন বাজার সংলগ্ন), থানা- মধুপুর, জেলা- টাঙ্গাইল দের ইং ১০/০৯/২০২৪ তারিখ রাত ০৩.৪৫ ঘটিকায় মধুপুর থানাধীন মির্জাবাড়ি ইউনিয়নের ব্রাহ্মণবাড়ী এলাকায় হতে গ্রেফতার করা হয়।
ধৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গণধর্ষণ মামলার ঘটনার সাথে জড়িত থাকা বিষয়ে নিজেদের দোষ স্বীকার করে। উপরোক্ত আসামীদের বিচার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারা মোতাবেক নিজেদের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত আসামীদের জেল হেফাজতে প্রেরণ করেন।