পঞ্চগড়ে জামায়াতে ইসলামীর সিরাত মাহফিল অনুষ্ঠিত

পঞ্চগড় সদর উপজেলার ৬নং সাতমেড়া ইউনিয়নে আগামীকাল বৃহস্পতিবার এ সাতমেড়া ফুলবাড়ী উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬ নং সাতমেড়া ইউনিয়নের আমির মোঃ আমিনুর ইসলামের সভাপতিত্বে এবং রুকনুজ্জামানের পরিচালনায় , এতে প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসিরে কুরআন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার সেক্রেটারি মাওলানা হযরত মোঃ দেলোয়ার হোসেন।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ নুরে আলম সালেহী ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পঞ্চগড় জেলা শাখার সভাপতি মোঃ জুলফিকার রহমান ।
এ সময় উপজেলা ইউনিয়ন ওয়ার্ড জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
প্রধান আলোচক তার আলোচনায় বলেন , রাসুল (সাঃ) এর জীবনী বাস্তব জীবনে সকল জাগায় আমল করার মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার আহ্বান জানান ।
বিশেষ অতিথির বক্তব্য তিনি বলেন , এদেশের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে । তাহলেই , এদেশের যুবসমাজের নীতি নৈতিকতা পরিবর্তন হবে ইনশাআল্লাহ।
বিশেষ আলোচক তার আলোচনায় বলেন রাসূল (সাঃ) কে অনুসরণ করে তিনার,আদর্শয় আদশিত হতে হবে এহকালী শান্তি ও পরকালে মুক্তি পাওয়া যাবে ইনশাআল্লাহ।