সাঘাটা কুকড়াহাট পোড়াগ্রামে প্রতিপক্ষের হামলা,ছিনতাই

গাইবান্ধার সাঘাটা উপজেলার গটিয়া কুকড়ারহাট পোড়াগ্রামে প্রতিপক্ষ আফছার আলী প্রধান ও টিটুল মিয়া গংদের সন্ত্রাসী হামলায় বেশ কয়েকজন আহত। এ সময় তারা প্রায় স্বর্নকারসহ ৩ লক্ষাধিক টাকা ছিনতাই ও লুটপাট করেন। আহতরা হাসপাতালে ভর্তি -মামলা দায়ের।
মামলা সুত্রে জানা গেছে, গাইবান্ধা জেলাধীন সাঘাটা উপজেলার কুকড়াহাট পোড়াগ্রামে মৃত্যু শুটকু প্রধানের পুত্র মোঃ ফজলু প্রধানের সাথে একই এলাকার মৃত্যু মোংলা প্রধানের পুত্র আফছার,তালেব ও বাদল প্রধান গংদের দীর্ঘদিন যাবৎ বসতবাড়ীর সীমানা নিয়ে দ্বন্দ্ব কলহ চলে আসছে। এরই জের ধরে প্রতিপক্ষ আফছার আলী গংরা বিভিন্ন সময়ে জীবননাশের ভয়-ভীতি, গালিগালাজ ও মিথ্যা মামলায় জড়িয়ে আর্থিক ক্ষতি সাধনের হুমকী প্রদর্শন করেন।
গত ১৫/৯/২০২৪ ইং সকাল আনুমানিক সাড়ে ৯ টায় বাদী ফজলু প্রধান তার পুত্রদেরকে নিয়ে বসতবাড়ীর দক্ষিন দুয়ারী টিনসেড ঘরে বসে নির্মানাধীন পাকাঁ বাড়ীর জন্য রড,সিমেন্ট ও অন্যন্য উপকরন ক্রয়ের টাকা গগনাকালে প্রতিপক্ষগন দেশীয় বিভিন্ন অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে দলবল নিয়ে অতর্কিত ভাবে অনধিকার আমার বাড়ীতে প্রবেশ করে গালিগালাজ শুরু করেন।
এ বাধা নিষেধ করলে তারা বেদম মারপিটসহ হামলা চালিয়ে আহত শিউলীর গলা থেকে ৫৫ হাজার টাকা মৃল্যের ৮ আনা স্বর্নের চেইনসহ গচ্ছিত ২ লক্ষ ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেন।অহতূের আত্বচিৎকারে পার্শ্ববর্তী লোকজন এসে তাদেরকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে ফজলু প্রধান বাদী হয়ে সাঘাটা থানায় একটি মামলা দায়ের করলে আসামীরা বাদী ও তার পরিবারের লোকজনকে নানা ভয়ভীতি ও হুমকী প্রদর্শন করে আসছেন। ফলে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।