ভারতে মহানবী সাঃ কে নিয়ে কটুক্তির প্রতিবাদে সুন্দরগঞ্জে জামায়াতের বিক্ষোভ

মহানবী হযরত মুহাম্মদ সা:-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে জামায়াতের নেতাকর্মীরা।
শুক্রবার (৪ অক্টোবর) বাদ আছর উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন জামায়াতের ইসলামীর আয়োজনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বামনডাঙ্গার শিববাড়ীর মোড় নামক স্থান থেকে শুরু করে বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন চত্তরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।
এসময় ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ‘জামায়াতে ইসলাম, ‘জামায়াতে ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, ‘আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মোস্তফা, ‘নবীর দুশমনের গালে গালে, ‘জুতা মারো তালে তালে’, ‘সাবিলুনা কাবিলুনা, আল জিহাদ, আল জিহাদ, বিশ্বনবীর অপমান, ‘সইবে না রে মুসলমানসহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।
এসময় বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী বামনডাঙ্গা ইউনিয়ন সেক্রেটারি মো: রাশেদুল ইসলাম, জামায়াতে ইসলামীর উপজেলা পৌর সাবেক সেক্রেটারি হাফেজ মাওলানা শফিকুল ইসলাম (শামীম), যুব বিভাগের ইউনিয়ন সেক্রেটারি মোঃ মিলন সরকার, ইউনিয়ন ছাত্র শিবির সভাপতি আব্দুর রাজ্জাক রাজ, বামনডাঙ্গা স্টেশন জামে মসজিদের সাবেক পেশ মো: ইমাম জাবের আল মামুন প্রমূখ।
বিক্ষোভে বক্তারা বলেন, ভারতে মহানবী সা:-কে নিয়ে কটূক্তিকারীর ফাঁসি চাই আমরা। প্রিয় নবীকে অপমান মেনে নেবো না। অতিদ্রুত কটূক্তিকারীদের গ্রেফতার করতে হবে। এ সময় তারা বর্তমান সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, ভারতের বিরুদ্ধে দ্রুত রাষ্ট্রীয় প্রতিবাদ জানাতে হবে।