শিক্ষক অপসারণের দাবিতে ইবিতে বিক্ষোভ, ফটকে তালা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি), ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুল ইসলামের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন বিভাগের শিক্ষার্থীরা। রোববার (৭ অক্টোবর) দুপুর ১টায় রবীন্দ্র-নজরুল কলা ভবনের সামনে তারা বিক্ষোভ শুরু করেন।
পরে প্রধান ফটকে তালা দিয়ে দুপুর ২টায় কুষ্টিয়া-ঝিনাইদহমুখী বাস আটক করেন প্রতিবাদ করেন শিক্ষার্থীরা।
পরে দেড় ঘণ্টা প্রধান ফটক অবরোধের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মাদ নসরুল্লাহর সঙ্গে আলোচনায় বসেন বিভাগের শিক্ষার্থীরা।
এর আগে প্রধান ফটক অবরোধকালে প্রক্টর ড. শাহীনুজ্জামান, সহকারী প্রক্টর ড. আব্দুল বারী ও ড. খাইরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এসময় প্রক্টরিয়াল বডি শিক্ষার্থীদের মধ্য হতে ১০-১২জন প্রতিনিধির সঙ্গে বসে আলাপের প্রস্তাব প্রত্যাখান করে শহরমুখী বাসগুলো আটকে দেয় তারা।
মেয়ে শিক্ষার্থীদের অভিযোগ, সহকারী অধ্যাপক হাফিজুল ইসলাম, মেয়ে শিক্ষার্থীদের পোশাক, পরিবার ও চেহারা নিয়ে প্রতিনিয়ত বাজে মন্তব্য করেন।
শিক্ষার্থী লামিয়া হোসেন জানান, আমি প্রতিনিয়ত আতঙ্কে থাকতাম। আমি কি পোশাক পরব, কোথায় যাব, কি খাব, সেই স্বাধীনতাটুকু তিনি কেড়ে নিয়েছিলেন। দুদিন বিভাগে না যাওয়ায় আমাকে ফ্যানে ঝুলিয়ে পেটাতে চেয়েছেন। বিভাগের মেয়েদের ওপেনে গালিগালাজ করেন। মেয়েদের মালি বলে সম্বোধন করেন।
বিভাগের ছাত্র হৃদয় জানান, একজন শিক্ষক কখনও অন্যের ব্যক্তিগত বিষয়ে মেন্টালি অ্যাটাক করতে পারে না। কিন্তু তিনি সব শিক্ষার্থীর সঙ্গে, কোথায় থাকব, কোথায় আড্ডা দেব, কোন হলে থাকব, এসব নিয়ে বাড়াবাড়ি করতেন।
এসময় শিক্ষার্থীরা ‘হাফিজ হটাও, ডিএস বাঁচাও, হাফিজের দুই গালে জুতা মারো তালে তালে’ সহ নানা স্লোগান দিতে থাকেন।
সহকারী অধ্যাপক হাফিজুল ইসলামের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।