পটুয়াখালীতে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে আনসার ভিডিপির রেঞ্জ কমান্ডার

পটুয়াখালী জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জের কমান্ডার মোঃ আসাদুজ্জামান গনী। মণ্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় সদর উপজেলার নন্দকানাই সার্বজনীন শ্রীশ্রী জয় মা দূর্গা মন্দির, লোহালিয়া, লাউকাঠি, মাদারবুনিয়া, ইটবাড়িয়াসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন আনসার বাহিনীর এই কর্মকর্তা।
প্রতিটি মন্দির পরিদর্শনকালে তিনি মন্ডপ গুলোর পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং সেচ্ছাসেবক কমিটির সদস্যদের কাছ থেকে সার্বিক নিরাপত্তা বিষয়ে খোঁজ-খবর নেন। প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা সংযোজন, বিদ্যুতের বিকল্প হিসাবে জেনারেটরের ব্যবস্থা রাখা এবং শক্তিশালী স্বেচ্ছাসেবক দল রাখার পক্ষে মত ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন, পটুয়াখালী ২২ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক সদন চাকমা, পটুয়াখালী জেলা কমান্ড্যান্ট হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী, পটুয়াখালী ২২ আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ কামরুজ্জামান। আরো উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাবৃন্দ।
মন্ডপ পরিদর্শন কালে মোঃ আসাদুজ্জামান গনী বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মোতাবেক পূজা মন্ডপ পরিদর্শন করছি। আনসার বাহিনীর সদস্যরা ২৪ ঘণ্টা মন্ডপে দায়িত্ব পালন করছেন এছাড়াও রেঞ্জের অধীনস্ত ২২ আনসার ব্যাটালিয়ন হতে প্রতি জেলায় একটি করে এবং বরিশাল মহানগরের জন্য ১ টি স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে যা পূজামন্ডপসমূহের নিরাপত্তা ও আইনশৃংঙ্খলা রক্ষার দায়িপ্ত পালন করছে। পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও তাদের নিজস্ব স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় আমরা সবাই মিলে একসাথে কাজ করছি।
আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশ্য তিনি আরো বলেন, পূজা উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করে তাদের অনু্ষ্ঠান সফল ও সুন্দর করতে হবে এবং ডিউটিতে সর্বোচ্চ পেষাদারিত্ব বজায় রাখতে হবে বলে নির্দেশ প্রদান করেন।