গরীবদের মাঝে অর্থ বিতরণ ও বেগম খালেদা জিয়া’র জন্য দোয়া চাইলেন তাইফুল ইসলাম টিপু

জুলাই বিপ্লবের পর গত এক সপ্তাহ ধরে নিজ এলাকা নাটোর -১ আসন (সংসদীয় আসন ৫৮) লালপুর – বাগাতিপাড়ায় অবস্থান করছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। এক সময়ের জনপ্রিয় এ ছাত্রনেতা ধারাবাহিকভাবে লালপুর – বাগাতিপাড়া উপজেলায় গণসংযোগ ও পথসভাসহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে সময় কাটাচ্ছেন।
তারই ধারাবাহিকতায় রবিবার (১৩ অক্টোবর) ৪ নং আরবাব ইউনিয়নের অমৃতপাড়া, ৫ নং বিলমাড়িয়া ইউনিয়নের রহিমপুর – উধনপাড়া, ৮ নং দুড়দুরিয়া ইউনিয়নের পাইকপাড়া, আট্টিকাসহ কয়েকটি গ্রামে পথসভা করেন। এসময় রহিমপুর-উধনপাড়া গ্রামে পথসভায় বিলমাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন সরদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
‘রহিমপুর-উধনপাড়ায় গত ১৭ বছরে একটিও উন্নয়ন মূলক কোন কাজ হয়নি। যা উন্নয়ন হয়েছে বিএনপির সময় হয়েছে। আপনারা বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। তারেক রহমান অচিরেই দেশে ফিরবেন। বিএনপিকে সংগঠিত করে তারেক রহমান ও খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে। আপনারা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। দুষ্কৃতকারীরা যেন এলাকায় আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে, সে বিষয়ে সচেতন থাকবেন। বিএনপি ক্ষমতায় গেলে বিলমাড়িয়ার সাথে যোগাযোগের সকল সংযোগ রাস্তা পাকা করণ করা হবে।
পথসভা শেষে তিনি সড়ক দুর্ঘটনায় আহত রহিমপুর গ্রামের মো: আশরাফ আলী এবং দীর্ঘদিন ধরে হৃদরোগে অসুস্থ মো: আলমগীর হোসেনকে দেখতে যান এবং আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন লালপুর থানা জাতীয়তাবাদী যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজজামান সরকার, প্রভাষক আবদুল হাই নান্নু, নাজিউর রহমান বাবু, লালপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এজাজুল হক বাচ্চু ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন মোল্লা, ইউসুফ মাষ্টার,আকবর হোসেন প্রমুখ।
এছাড়াও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।