অবৈধ ভাবে জমি পেতে গাছের সাথে শত্রুতা

অবৈধ ভাবে জমি নিতে গাছের সঙ্গে শত্রুতায় গাছ কেটে নিধনের ঘটনা ঘটেছে ধামইরহাটে। নওগাঁর ধামইরহাট উপজেলার ৪নং উমার ইউনিয়নের চকমহেশ গ্রামের মোঃ কছিমউদ্দিন (৬০), কাউসার হোসেন (৩০) এর বিরুদ্ধে ৪০টি গাছ কটার অভিযোগ উঠেছে,
ভুক্তভোগী একই উপজেলার মঙ্গোলিয়া গ্রামের বছির দিনের ছেলে ছমির উদ্দিন সরদার (৫২) জানান
“সুন্দরা মৌজায় আমাদের একটি সম্পত্তি রয়েছে যাহার জেএল নং ৬৪,আর এস খং নং ৭২,হাল দাগ নং ২৭৬ এ ০৮ শতাংশ জমি আমাদের বাবা বছির উদ্দিন সরদার এর নামে খতিয়ানভুক্ত। আমাদের বসতবাড়ি উক্ত জমি থেকে ১০/১২ কিঃমিঃ দূরে হওয়ার সুযোগ নিয়ে জমির পার্শ্ববর্তী গ্রামের মোঃ কছিমউদ্দিন (৬০) ও তার ছেলে, কামাল (২৫)৷ এবং কাওছার (৩০) ওই জমি অন্যায় ভাবে জবরদখলের চেষ্টা করে যাচ্ছে। আমরা শান্তিপূর্ণ সমাধানের জন্য সামাজিক নেতৃবৃন্দের নিকট অভিযোগ দিলে কছিমদ্দিন তার সম্পত্তির স্বপক্ষে দলিল দেখাতে না পেরে শুধু সময় ক্ষেপন করতে থাকে। ধামইরহাট থানা পুলিশের নিকট অভিযোগ দিলে সেখানেও কছিমদ্দিন কাগজ দেখাতে ব্যর্থ হয়। জমিতে ঝামেলা করতে নিষেধ করলে কছিমদ্দিন তার লোকজন নিয়ে তেরে আসে এবং কয়েক দফায় সন্ত্রাসী কায়দায় মারধর করার চেষ্টা করে। গত ১২-১০-২০২৪ ইং তারিখ রোজ শনিবারে সকালে আমাদের জমিতে আমরা (৪০) টি গাছ রোপন করি। ঐ রাতেই কছিমদ্দীন ও তার ছেলে তাদের আরও লোকজন নিয়ে ৪০ টি গাছ সম্পূর্ণ কেটে ফেলে দিয়ে ক্ষতিসাধন করে, রবিবারে সকালে আবারো গাছ রোপন করি, রবিবার বিকেল পাঁচটার সময় সব গাছ আবারো কছিমদ্দিন তার দলবল নিয়ে কেটে ফেলে দেয়। ”
ক্ষতিগ্রস্ত ছমির উদ্দিন আরো জানান, ” থানায় অভিযোগ দিয়েছি, ধামইরহাট থানার তদন্তকারী কর্মকর্তা এসআই জিল্লুর রহমান থানায় আমাদেরকে ডেকেছে, আমরা থানায় গেলেও বিবাদী পক্ষ কছিমদ্দিন গং থানায় হাজির না হয়ে উল্টো ভয়-ভীতি ও হুমকি প্রদান করে।
তদন্তকারি কর্মকর্তা এস আই জিল্লুর রহমান শত্রুতার হাত থেকে রেহায় পেতে ফৌজদারী মামলা করার পরামর্শ দিলেও শান্তির স্বার্থে মামলা থেকে বিরত আছি।”
জমি জবরদখল বিষয় অভিযুক্ত কছিম উদ্দিন এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ও তার ছেলে কামাল এবং কাউসার উক্ত জমিতে ছমির উদ্দিনের রোপিত গাছ পরপর দুইবার কেটে নষ্ট করার কথা স্বীকার করেন এবং জমি নিজের বলে দাবি করেন। তবে দাবির স্বপক্ষে কাগজ দেখাতে ব্যর্থ হন এবং ঘুরিয়ে- পেঁচিয়ে জমিটি নিজের বলে দাবি করেন।
এ বিষয়ে ধামইরহাট থানার অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এসআই জিল্লুর রহমানের নিকট জানতে চাইলে তিনি জানান, এবিষয়ে ছমির উদ্দিনের দাখিল করা একটি অভিযোগ আমি পেয়েছি আমি বিবাদীগণকে বারবার থানায় ডেকেছি কিন্তু তারা থানায় আসে নাই, বরং তারাই বলেছে আমরা যাবনা, আপনি যা পারেন করেন বলে জানিয়েছেন তিনি।
ভুক্তভোগী ছমির উদ্দিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট গাছ ধ্বংসকারি কছিম উদ্দিন ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।