লালপুরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে ইউএনও অফিস ঘেরাও

নাটোরের লালপুরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে বুধবার (১৬ অক্টোবর) দুপুর ১২:৩০ টায় উপজেলার চরজাজিরা ও মহাদিয়া এলাকাবাসী ইউএনও অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে। এলাকাবাসীর পক্ষে মো: জিয়াউল সরদার বলেন, “পদ্মা নদীতে উপজেলার লালপুর ইউনিয়নের দিয়ার বাহাদুরপুর মৌজায় “মেসার্স রোকন এন্টার প্রাইজ (ঠিকাদারি প্রতিষ্ঠান)” ইজারা নিয়ে বালু কাটার অনুমতি নিয়ে তারা চর জাজিরা ও মহাদিয়ার মৌজায় অবাধে অবৈধভাবে বালু উত্তোলন করছে। যার ফলে নদীর তীর রক্ষা বাঁধ ও ফসলি জমি নদী গর্ভে বিলীন হওয়ার আশংকা দেখা দিয়েছে।
এই মৌজায় প্রায় ১১ হাজার একর কৃষি জমিসহ চাষকৃত ফসল হুমকির মুখে পড়েছে। তাদেরকে একাধিকবার নিষেধ করা করা হলেও তারা চর জাজিরা ও মহাদিয়ার মৌজার বালু উত্তোলন কোন ভাবেই বন্ধ করছে না। স্থানীয় প্রশাসনের মাধ্যমে প্রতিকার চাইলেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি।
বর্তমানে চরের চাষীরা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ও উৎকণ্ঠার মধ্যে দিন পার করছেন। অতিসত্বর চর জাজিরা ও মহাড়িয়ার মৌজায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ না করলে উক্ত মৌজার দরিদ্র কৃষকগণ বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন।”
এ সময় তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন প্রদান করেন।
এ বিষয়ে মেসার্স রোকন এন্টার প্রাইজ এর কর্ণধার রোকনুজ্জামান লুলুর মুঠো ফোনে একাধিকবার যোগাযোগ করলে তার ফোন বন্ধ পাওয়া গেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান বলেন, তদন্ত সাপেক্ষে অবৈধভাবে যারা বালু উত্তোলন করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।