লালপুর ও বড়াইগ্রামে জলাবদ্ধ এলাকা পরিদর্শন করলেন ইউএনও

নাটোরের লালপুর ও বড়াইগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় অবস্থিত ভবানীপুর মাঠে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা নিয়ে গত ১৬ অক্টোবর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মেহেদি হাসান এবং বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: লায়লা জান্নাতুল বুধবার (১৬ অক্টোবর) সকালে এলাকাটি পরিদর্শনে যান।
এ সময় তারা ভবানীপুরের ফসলি মাঠ এবং মাঠের পানি নিষ্কাশন খালের বড়াইগ্রাম এবং লালপুরের অংশ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তারা বলেন যে, মিডিয়ায় সংবাদ প্রকাশের পর এই এলাকার জলাবদ্ধতার বিষয়টি লালপুর ও বড়াইগ্রাম উপজেলা প্রশাসনের নজরে আসে।
এখন তারা দ্রুততম সময়ের মধ্যে দুই উপজেলায় অবস্থিত পানি নিষ্কাশন খালটির অবৈধভাবে দখল হওয়া জমি পুনরুদ্ধার করে খাল খনন ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে দীর্ঘদিন ধরে সৃষ্ট সমস্যাটির দীর্ঘস্থায়ী সমাধান করা হবে। পরিদর্শন কালে আরো উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা কৃষি কর্মকর্তা প্রিতম কুমার , বড়াইগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহাদী হাসান, উপ- সহকারী কৃষি কর্মকর্তা প্রশান্ত কুমার কর্মকার ও মোঃ সালাউদ্দিন, ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী, ওয়ালিয়া ইউপির ৪ নং ওয়ার্ড সদস্য শফিউল ইসলাম শফি, বড়াইগ্রামের ০১ নং জুয়াড়ী ইউপি’র ৯ নং ওয়ার্ড সদস্য কামাল হোসেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।