লালপুরে ইশা’আতুল কুরআন ফাউন্ডেশনের হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নাটোরের লালপুরে “ইশা’আতুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ” এর উদ্যোগে নাটোর জেলা বাছাইপর্ব (৬ষ্ঠ তম) হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান – ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
ফাউন্ডেশনের আয়োজনে ইশা’আতুল কুরআন বাংলাদেশ ও জামিয়া নিজামিয়া দারুল কুরআন মাদ্রাসা যৌথভাবে বৃহস্পতিবার (১৭অক্টোবর) দিনব্যাপী স্থানীয় মাদ্রাসার মিলনায়তনে এ প্রতিযোগিতা পরিচালনা করে।
হিফজুল কোরআন প্রতিযোগিতায় নাটোর জেলা থেকে বিভিন্ন মাদ্রাসার হাফেজে কোরআনের ছাত্ররা তেলাওয়াতে অংশ নেন।
জামিয়া নিজামিয়া দারুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মোঃ জহুরুল ইসলামের উপস্থাপনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান বিচারক ছিলেন ইশা’আতুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতী মাহবুবুর রহমান জিহাদী।
এই প্রতিযোগিতায় ৫ পারা পর্বে প্রথম স্থান অধিকার করেন নিজামিয়া দারুল কুরআন মাদ্রাসার ছাত্র মোঃ জুনাইদ আহম্মেদ ও ১০ পারা পর্বে প্রথম স্থান অধিকার করেন পাবনা জামিয়া নূরিয়া মাদ্রাসার ছাত্র মোঃ এরশাদ কবির।
প্রতিযোগিতায় যথাক্রমে বিশুদ্ধ কুরআন তিলাওয়াত গ্রুপে ১৫০ জন প্রতিযোগীর অংশগ্রহনে এই আয়োজন সম্পন্ন হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও দোয়ার মাধ্যমে হিফজুল কোরআন প্রতিযোগিতা সমাপ্ত ঘোষণা করা হয়।