খাগড়াছড়িতে এক ঘন্টার জন্য পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে আজ সোমবার (২১অক্টোবর, ২০২৪খ্রি.) খাগড়াছড়ি জেলার পেরাছড়া ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হলো এক অনন্য আয়োজন, যেখানে চেলাছড়া পাড়ার কিশোরী পার্বতী ত্রিপুরা প্রতীকী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা জাবারাং কল্যাণ সমিতি, সিডা, এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর অর্থায়নে পরিচালিত ওয়াই মুভস প্রকল্পের উদ্যোগে এই গার্লস টেকওভার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতিসংঘের এবারের আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের প্রতিপাদ্য ছিল ‘ভবিষ্যতের জন্য মেয়েদের ভাবনা’, আর প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর অভিমত ছিল ‘শান্তির জন্য একত্র হও’। একই সাথে, বাংলাদেশ সরকারের নির্ধারিত জাতীয় শিশু অধিকার সপ্তাহের প্রতিপাদ্য ছিল ‘প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার’, এবং জাতীয় কন্যাশিশু দিবসের প্রতিপাদ্য, ছিল ‘কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’।
এক ঘন্টার জন্য প্রতীকী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন শেষে পার্বতী ত্রিপুরা তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “আজ আমি অনেক খুশি। হাজারো কিশোরীদের প্রতিনিধি হয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি।” দায়িত্ব পালনকালে তিনি ইউনিয়ন পরিষদের উন্নয়ন সভায় কিশোর-কিশোরীদের অন্তর্ভুক্ত করার আহ্বান জানান এবং বাল্যবিবাহ প্রতিরোধ কমিটিতে কিশোর-কিশোরীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার ব্যাপারে জোর দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, ইউনিয়ন পরিষদের সদস্যগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ। জাবারাং কল্যাণ সমিতির কর্মসূচি সমন্বয়কারী বিনোদন ত্রিপুরা গার্লস টেকওভার অনুষ্ঠানের উদ্দেশ্য তুলে ধরেন।
প্রতীকী চেয়ারম্যান পার্বতী ত্রিপুরা দায়িত্ব হস্তান্তরের সময় ঐতিহ্যবাহী উত্তোরীয় পরিয়ে দেন চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরাকে।