ডাঃ সৈয়দ আমিরুল হক শামীম
নরসিংদীতে বিনামূল্যে ফ্রি ম্যাডিক্যাল ক্যাম্প ও ঔষুধ বিতরণী

নরসিংদীর জনপ্রিয় ইউপি চেয়ারম্যান শহীদ সাইফুল ইসলাম সরকারের ১৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনা মুল্যে ঔষধ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।
বিগত দিনের ন্যায় এ বছরও শহীদ সাইফুল ইসলাম সরকার স্মৃতি সংসদের উদ্যোগে কয়েক হাজার নারী পুরুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামুল্যে ঔষধ বিতরণ করা হয়।২৫ইং অক্টোবর শুক্রবার সকালে নরসিংদী সদর উপজেলার হাজীপুর নাসিরউদ্দিন মেমোরিয়াল হাইস্কুল প্রাঙ্গনে, শহীদ সাইফুল ইসলাম সরকার স্মৃতি সংসদের সভাপতি তানভীর আহমেদ এর সভাপতিত্বে ও নরসিংদী অনির্বাণ সভাপতি মাহমুদুল হাসান এর সঞ্চলনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পুরস্কার প্রাপ্ত গরীবের ডাক্তার নরসিংদী জেলা সিভিল সার্জন ডাঃ সৈয়দ মোঃ আমিরুল হক শামীম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শহীদ সাইফুল ইসলাম সরকার স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা ও নরসিংদী সদর উপজেলা শাখা শ্রমিকদলের যুগ্ম সম্পাদক শাহিদ সরকার ।প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি মাহাবুবুর রহমান মনির।
উদ্বোধক হিসেবে অনুষ্ঠানটির শুভ উদ্ধোধন করেন জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সাবেক অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ ইসমাইল মোল্লা, রায়পুরা উপজেলার সমাজ সেবা অফিসার খলিলুর রহমান সরকার সবুজ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সাইফুল ইসলাম স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা ও হাজিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহালম সরকার, শহিদ সাইফুল ইসলাম স্মৃতি সংসদের উপদেষ্টা হান্নান সরকার, হাজিপুরের বিশিষ্ট সমাজ সেবক আহমদ আলী, সমাজ সেবক রানা হামিদ প্রমুখ।
সামাজিক কাজে বিশেষ অবদান রাখার জন্য বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ কে ক্রেস্ট প্রদান করা হয়েছে।