আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহে খাগড়াছড়িতে সচেতনতা র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ (২০-২৪ অক্টোবর) ২০২৪ উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলায় সিসা দূষণ প্রতিরোধে সচেতনতামূলক র্যালি, মানববন্ধন এবং আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার সকালে ‘সিসা দূষণ বন্ধ হলে, বাড়বে শিশু বুদ্ধি-বলে’ এই প্রতিপাদ্যে ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় ‘ইয়ুথনেট গ্লোবাল এবং পিওর আর্থ বাংলাদেশ’ এর উদ্যোগে জেলাজুড়ে সচেতনতা কর্মসূচি পালিত হয়।
খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালত গেট থেকে শুরু হওয়া র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্ত্বরে মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধন শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় ইয়ুথনেট’র খাগড়াছড়ির কো-অর্ডিনেটর জবা ত্রিপুরার সভাপতিত্বে টিআইবি-খাগড়াছড়ি সনাকের ইয়েস দলনেতা মোঃ মেহেদি হাসান সোহাগ, ইয়েস সদস্য খলেন জ্যোতি ত্রিপুরা, এবং ইয়ুথনেট সদস্য আকাশ ত্রিপুরা বক্তব্য রাখেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য তুলে ধরে বক্তারা বলেন, মানব শরীরে সামান্য মাত্রার সিসাও ক্ষতিকর প্রভাব ফেলে এবং সিসার কোনো নিরাপদ মাত্রা নেই। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে সিসা মস্তিষ্কের বিকাশে বাধা সৃষ্টি করে, বুদ্ধির ঘাটতি, শারীরিক বৃদ্ধি, এবং আচরণগত সমস্যা বাড়িয়ে তোলে। পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে সিসা হৃদরোগ, স্ট্রোক, এবং প্রজনন ক্ষমতার উপর নেতিবাচক প্রভাব ফেলে। এছাড়াও গর্ভবতী নারীদের ক্ষেত্রে এটি ভ্রূণের বিকাশে বাধা সৃষ্টি করে এবং গর্ভপাতের ঝুঁকি বাড়ায়।
সিসা দূষণ প্রতিরোধে সাধারণ মানুষকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, পুষ্টিকর খাদ্য গ্রহণ, এবং সিসাযুক্ত পণ্য ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দেন বক্তারা।