দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ঝিনাইগাতীতে চালু হলো ‘কৃষক বাজার

ন্যায্যমূল্যে কৃষকদের পণ্য বিক্রি ও ক্রেতাদের কিনতে পারার লক্ষ্যে শেরপুরের ঝিনাইগাতীতে চালু হয়েছে ‘কৃষক বাজার’। ২৪ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ঝিনাইগাতী বাজার মনিটরিং কমিটির আয়োজনে ও উপজেলা কৃষি অফিস ও প্রাণিসম্পদ অফিসের সহযোগিতায় উপজেলা পরিষদের সামনে আনুষ্ঠানিকভাবে এ বাজারের যাত্রা শুরু হয়।
কৃষক বাজারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন দিলদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফয়জুর রাজ্জাক আকন্দ। এসময় ইউএনও বলেন, ‘সরকার কর্তৃক গৃহীত নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর পদক্ষেপ হিসেবে ঝিনাইগাতীর ব্যস্ততম এলাকা উপজেলা পরিষদের সামনে কৃষক বাজার চালু করা হয়েছে। এই বাজারে কৃষকরা সরাসরি তাদের উৎপাদিত পণ্য কোনো মধ্যসত্ত্ব ভোগীর সহায়তা ছাড়াই বিক্রি করতে পারবেন। এতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবেন।’ তিনি আরো বলেন, ‘এভাবে প্রতিটি পণ্যের মূল্য আমরা এমন ভাবে নির্ধারণ করেছি যাতে কৃষকও লাভবান হয় ক্রেতারাও অপেক্ষাকৃত স্বল্পমূল্যে সবজি ক্রয় করতে পারেন।’