গাজীপুরে গার্মেন্টস শ্রমিক আন্দোলনের নতুন কমিটি

গতকাল ২৪শে অক্টোবর- রোজ শুক্রবার বিকাল ৫টার দিকে গাজীপুরস্থ বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড গাজীপুর জেলা কার্যালয়ে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সহযোগী সংগঠন গার্মেন্টস শ্রমিক আন্দোলন নব-গঠিত কমিটি ঘোষণা হয় এতে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফেজ মাও. সিদ্দিকুর রহমান ও গার্মেন্টস শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মোঃ হারুন অর রশীদ।
প্রদান অতিথির বক্তব্যে তারা বলেন, গার্মেন্টস বাঁচলে বাঁচবে এই দেশ তাই আসুন আমরা একতাবদ্ধ হয়ে গার্মেন্টস শিল্পকে বাঁচাই। কোন বাতিল অপশক্তি যেনো এই বাংলাদেশ থেকে গার্মেন্টস শিল্পকে ধ্বংস করতে না পারে সেজন্য আমাদের সজাক দৃষ্টি রাখতে হবে।
তারা আরো বলেন,গার্মেন্টস থেকে চাঁদাবাজদের কে দূর করতে পারলে গার্মেন্টস আরো সুন্দরভাবে চালানো সম্ভব, এছাড়াও গার্মেন্টস সেক্টরের বিভিন্ন সুবিধা/অসুবিধা নিয়ে দিকনির্দেশনা মূলক আলোচনা শেষে করে নব কমিটির নাম ঘোষণা করেন, উক্ত কমিটিতে সভাপতি দায়িত্ব প্রাপ্ত হন মোঃ তুহিন আকন্দ ও সহ-সভাপতি মো: মোবারক হোসেন এবং সাধারণ সম্পাদক মোঃ রাসেল সহ ৩জন কে ঘোষণা দেয়, এবং বাকী পদ গুলো পূর্ণাঙ্গ করার নির্দেশনা প্রদান করেন।
উক্ত কমিটি গঠন অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাও. মুফতি নাসির উদ্দীন, ইসলামী যুব আন্দোলনের সহ-সভাপতি ডি এম গোলাম সারোয়ার ও ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মোঃ মাহবুব আলম,সহ-সভাপতি মোঃ সোহেল আহমদ,সাধারণ সম্পাদক মাও. শহিদুল ইসলাম এবং ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ আরাফাত হোসাইন অনিক সহ আরো অনেকই।