দিনাজপুর জেলা বিএনপির সভাপতি আটক

দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলালকে আটক করেছে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ। রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় জেলা কালেক্টরেট স্কুলের সামনে থেকে তাকে আটক করা হয়েছে।
দলের কয়েকজন কর্মী জানান, সকাল সাড়ে ৮টায় দলীয় কার্যালয়ে আসেন মোফাজ্জল হোসেন দুলাল। অল্প সংখ্যক নেতা-কর্মী ছিলেন তখন। তাদের সঙ্গে কথা বলার একপর্যায়ে পুলিশ মোফাজ্জল হোসেন দুলালকে দলীয় কার্যালয় থেকে চলে যেতে বলেন। তিনি নেতা-কর্মীদের বিদায় দিয়ে নিজেও কার্যালয় থেকে চলে যান। পরে জানা যায় নেতা-কর্মীরা দলীয় কার্যালয় থেকে চলে যাওয়ার পর সভাপতিকে আটক করা হয়েছে।
মোফাজ্জল হোসেন দুলালের স্ত্রী রিনা ইয়াসমিন ঢাকা পোস্টকে বলেন, ঢাকায় দলের মহাসমাবেশে অংশ নিতে গিয়েছিলেন তিনি (মোফাজ্জল হোসেন দুলাল)। আজ রোববার সকাল ৬টায় বাসায় আসেন। ঘণ্টা দেড়েক পরে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে যান। বাড়িতে বলেছেন পার্টি অফিসে যাচ্ছেন। এ সময় তাকে মোটরসাইকেলে দলীয় কার্যালয়ে নিয়ে আসেন রিয়াজুল নামের দলের এক কর্মী। বাসায় মুঠোফোন ছেড়ে এসেছিলেন তিনি। শহরের জেলমোড় এলাকায় দলীয় কার্যালয়ে দুলালকে নামিয়ে দিয়ে রিয়াজুল ফোন নিতে বাসায় আসেন। পরে রিয়াজুলের কাছে জানতে পারি তাকে আটক করে ডিবি অফিসে নিয়ে গেছে পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ। তিনি বলেন, দিনাজপুর বিএনপির সভাপতি দুলাল হোসেনকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।