গাজায় ইসরায়েলি সেনাদের সাথে লড়াইয়ের দাবি হামাসের

গাজার উত্তরাঞ্চলের বেশ কিছু জায়গায় শুক্রবার রাতে ইসরায়েলি সৈন্যদের সাথে তীব্র লড়াই হয়েছে বলে দাবি করেছে ফিলিস্তিনির সশস্ত্র গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস।
সীমান্ত পেরিয়ে ইসরায়েলি সৈন্য ও ট্যাঙ্ক গাজায় প্রবেশ করলে উত্তর গাজার বেইত হানুন এবং মধ্য গাজার বুরেজের কাছে ভয়াবহ যুদ্ধ হয় বলে হামাসের এক বিবৃতিতে জানানো হয়েছে।
যদিও বিবিসি’র পক্ষে তাৎক্ষণিকভাবে হামাসের এ দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তবে শুক্ররার রাতে গাজায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। কিছুক্ষণ পরপরই সেখানে বড় ধরনের বিস্ফোরণ হতে দেখা গেছে।
এর আগে, শুক্রবার সন্ধ্যায় গাজায় হামলা জোরদার করার ঘোষণা দিয়েছিলো ইসরায়েল।
তখন নিরাপদে থাকার জন্য গাজার উত্তরাঞ্চলের বাসিন্দাদেরকে বলা হয়েছিলো দক্ষিণে সরে যেতে। তবে গতরাতের হামলার মাধ্যমে গাজায় স্থল অভিযান শুরু হয়েছে কি-না, সে বিষয়ে কোনো মন্তব্য করেনি তেল আবিব।
ইসরায়েলি জানিয়েছে, গাজায় তাদের স্থল অভিযান আরও বিস্তৃত করা হয়েছে।
এ বিষয়ে ইসরায়েলি সরকারের মুখপাত্র ইলন লেভির কাছে জানতে চেয়েছিলো বিবিসি।
“গাজা উপত্যকায় স্থল অভিযান আরো বড় করেছে ইসরায়েল। এর বাইরে, এই অভিযানের বিষয়ে আমি আর কোনো মন্তব্য করতে চাই না।”- বলেন তিনি।
এদিকে, গাজা উপত্যকায় কিছু সৈন্য ঢুকেছে বলে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমসকে নিশ্চিত করেছেন ইসরায়েলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র। তবে তিনিও “স্থল অভিযান” শুরুর বিষয়টি নিশ্চিত করেননি।
“আমাদের সৈন্য এবং ট্যাঙ্ক গাজা উপত্যকার ভিতরে অবস্থান করছে এবং তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে”- নিউইয়র্ক টাইমসকে বলেন মেজর নীর দিনার।
তিনি আরো বলেন, “গতকালও আমাদের সৈন্য ও ট্যাঙ্কগুলো গাজার ভেতরেই ছিলো।”
ইসরায়েল জানিয়েছে, সাতই অক্টোবর প্যারাগ্লাইডারে করে হামাসের যে সশস্ত্র যোদ্ধারা ইসরায়েলে প্রবেশ করেছিল, তাদের প্রধান আসেম আবু রাকাবাকে তারা হত্যা করেছে।