আক্কেলপুরে একরাতে দুইটা মোটরসাইকেল ছিনতাই

জয়পুরহাটের আক্কেলপুরে রশি ও গাছ কেটে অস্ত্রের মুখে দুইটা মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
সোমবার অনুমান রাত ৯টা থেকে ১০ টার সময়ে উপজেলার আক্কেলপুর-শ্রীরামপুর সড়কে হাস্তাবসন্তপুর গ্রামের মৃত মোজাম উদ্দিনের ছেলে শাউন হোসেন নামের এক যুবদল নেতার মোটরসাইকেল এবং নাটোর সিংড়া উপজেলার আব্দুল জোব্বারের ছেলে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল কোম্পানির বিক্রয় কর্মী মনজুরুল আলমের মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করে দুর্বৃত্তকারীরা।
জানা গেছে, আক্কেলপুর – শ্রীরামপুর রাস্তার পাশের গাছ কেটে মোটরসাইকেলের গতিরোধ করে অস্ত্রের মুখে মারধর করে ওই বিক্রয় কর্মীর মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে রাস্তা পাশে হাত, পা বেঁধে ফেলে রাখে। তার কিছুক্ষন পড় রাস্তার দুইপাশে রশি দিয়ে আটকিয়ে যুবদল নেতার মোটরসাইকেল ছিনতাই করে দুইজনকে এক সাথে বেঁধে রেখে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
যুবদল নেতা শাওন জানান, রাত নয়টা থেকে দশটার মধ্যে তাদের দুইজনকে গাছ কেটে ও রশি দিয়ে গতিরোধ করে অস্ত্রের মুখে মারধর করে মোটরসাইকেল, মোবাইল ফোন, টাকা ছিনতাই করে দুইজনেই বেঁধে রেখে ছিনতাইকারীরা চলে যায়।
এ ব্যাপারে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত ও মোটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা চলছে।