ঝিনাইগাতীতে ভয়াবহ বন্যায় ত্রাণ বিতরণ ও পুনর্বাসনে হারুনুর রশিদ: “আমৃত্যু পাশে থাকতে চাই”

গত ৪ অক্টোবর, ২০২৪ তারিখে ঝিনাইগাতী উপজেলায় ঘটে যাওয়া ভয়াবহ বন্যার পর, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মো. হারুনুর রশিদ ত্রাণ বিতরণ, উদ্ধার অভিযান এবং পুনর্বাসন কার্যক্রমে ২৭ দিন ধরে সক্রিয়ভাবে নিয়োজিত ছিলেন। নিজের অর্থায়ন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় তিনি বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করেছেন।
পুনর্বাসন কাজের অংশ হিসেবে ফেসবুকে একটি পোস্ট দিয়ে তিনি সহায়তার আহ্বান জানান। শ্রীবর্দী থেকে আল ইনসান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাইমিনুল ভাইয়ের সহযোগিতায় হারুনুর রশিদ দীঘিরপাড়ের এক অসহায় মায়ের ঘর পুনর্নির্মাণের জন্য প্রথম কাজ শুরু করেন। স্থানীয় স্বেচ্ছাসেবক মো. ফেরদৌস এই কাজের সার্বিক সহযোগিতা করেন।
হারুনুর রশিদ জানান, তার নিজস্ব অর্থায়নে এবং সংগৃহীত তথ্য অনুযায়ী ঝিনাইগাতী উপজেলায় ১৭টি ঘরের পুনর্নির্মাণ সম্পন্ন হয়েছে। তিনি প্রতিশ্রুতি দেন, পর্যায়ক্রমে এগুলোর তথ্য প্রকাশ করা হবে, তবে কোনো ছবি ছাড়া। তিনি আরও বলেন, “আমি ফুটেজ ও ফটোসেশনে বিশ্বাসী নই। আমার প্রিয় ঝিনাইগাতীবাসীর পাশে শ্রম, অর্থ ও ভালবাসা দিয়ে আমৃত্যু থাকতে চাই।”
হারুনুর রশিদের এই উদ্যোগকে এলাকার মানুষ অত্যন্ত প্রশংসার সঙ্গে গ্রহণ করেছেন।