সাঁথিয়ায় জামায়াতের দুপক্ষের সংঘর্ষে আহত -১০

পাবনার সাঁথিয়ায় মসজিদের কমিটিকে কেন্দ্র করে জামায়াতের দু পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে ।বৃহস্পতিবার( ৩১ অক্টোবর) সকালে উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের নিকুরহ গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় উভয়পক্ষ সাঁথিয়া থানায় অভিযোগ দায়ের করছে বলে জানা গেছে। আহতরা হলেন জামায়াতের নুকুন্দহ গ্রাম কমিটির সভাপতি মালেক সরকার, জামায়াত সমর্থক, নুরুজ্জামান সরকার, বাচ্চু সরকার, মোখলেস সরকার, মুকুল সরকার, যুবদল নেতা ফজর আলী সরকার এদের অবস্থা আশংজনক হওয়ায় তাদেরকে পাবনা জেনারেল হাপাতালে ভর্তি করা হয়েছে। অপরপক্ষের আহতরা হলো আমির হামজা শীতল প্রামাণিক, মোশারফ, রমজান জাকির হোসেন, আসমা খাতুন। এদেরকে সাঁথিয়া হাসপাতালে ভর্তির কথা জানা গেলেও হাসপাতালে গেলে তাদের পাওয়া যায়নি।
অভিযোগে জানা গেছে বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর মসজিদের কমিটি নিয়ে আলোচনায় বসে এ সময় উভয়ের মধ্যে বাক-বিতণ্ডা হলে একপর্যায়ে সংঘর্ষ রূপ নেয় এ সময় কয়েকজন আহত হলেও সবাই যার জন্ম তো বাড়ি চলে যায় বৃহস্পতিবার সকালে এরই জের ধরে উভয় পক্ষের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় উভয় পক্ষের ১০ জন আহত হয়। এ ব্যাপারে কই সাঁথিয়া থানায় অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে।
এ ব্যাপারে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান বলেন একটা অভিযোগ পেয়েছি পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টা তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আনিসুর রহমান বলেন, এ ঘটনা আমার জানা নেই তবে উপজেলা জামায়াতের আমির মাওলানা মোকলেছুর রহমান ঐখানে গিয়েছিল। যাবার পরের কি অবস্থা সেটা জানিনা।