ঝিনাইদহে প্রয়াত এমপি মসিউর রহমানে দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

আধুনিক ঝিনাইদহ গড়ার কারিগর সাবেক হুইপ বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২২ সালের এই দিনে তিনি ঝিনাইদহ শহরের নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। তিনি ঝিনাইদহ-২ (সদর-হরিণাকুণ্ডু) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে টানা ৪বার সংসদ সদস্য নির্বাচিত হন। কীর্তিমান রাজনীতিক মসিউর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে পারিবারিক ও দলীয়ভাবে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
ঝিনাইদহের শিশু একাডেমীতে আয়োজিত স্মারণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিএনপির চেয়ারম্যানপার্সনের উপদেষ্টা মন্ডলির সদস্য- জয়নুল আবেদীন ফারুক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনাব ইঞ্জিনিয়ার মমিনুর রহমান, ঝিনাইদহের মাটি এবং মানুষের নেতা-মরহুম মসিউর রহমানের জ্যৈষ্ঠ পুত্র ড্যাব কেন্দ্রীয় নেতা ডাঃ ইব্রাহিম রহমান বাবু,সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান,সদর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ আব্দুল আলিম প্রমুখ। এছাড়া পারিবারিকভাবে হরিণাকুণ্ডুুর কন্যাদহ গ্রামের মরহুমের মাজার জিয়ারত, কোরআন খতম, দুস্থদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। অন্যদিকে, ঝিনাইদহ জেলা বিএনপি দুই দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে।
এ উপলক্ষে শুক্রবার মসিউর রহমানের মাজার জিয়ারত, জেলার সকল উপজেলার প্রত্যেকটি ওয়ার্ডের মসজিদে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিল ও আগামীকাল শনিবার ঝিনাইদহ প্রেসক্লাব চত্বরে স্মরণসভার আয়োজন করা হবে। স্মরণ সভায় আগত অতিথিবৃন্দ বলেন,ঝিনাইদহের উন্নয়নের রূপকার খ্যাত বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমান সংসদ সদস্য হয়েই হরিণাকুণ্ডুু উপজেলায় বিএসসি নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। দেশের একমাত্র সরকারি শিশু হাসপাতাল ঝিনাইদহ স্থাপনের প্রধানতম কারিগরও তিনি। পিছিয়ে পড়া ঝিনাইদহের জনগণের স্বাস্থ্য সেবা, শিক্ষা, কারিগরি শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে রণাঙ্গনের মসিউর রহমান ঝিনাইদহে বাংলাদেশ টেলিভিশনের আঞ্চলিক সম্প্রচার কেন্দ্র স্থাপন, ঝিনাইদহে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, মুক ও বধির স্কুল, মৃত্তিকা গবেষণা কেন্দ্র, কৃষি গবেষণা ইনস্টিটিউট, ডায়াবেটিস হাসপাতাল, চক্ষু হাসপাতাল, ঝিনাইদহ সদর হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণ, ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল নির্মাণ ও বাইপাস সড়ক নির্মাণ, সরকারি ভেটেরিনারি কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, তুলা বীজ ও রেশম বোর্ড স্থাপনসহ অসংখ্য উন্নয়নমূলক কাজ করে স্মরণীয় হয়ে আছেন। আর এসব কারণে এখনো ঝিনাইদহ জনপদের মানুষ আধুনিক ঝিনাইদহের রূপকার মনে করেন মসিউর রহমানকে।