দেওয়ানগঞ্জে জাতীয় যুব দিবস পালন

‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় দেওয়ানগঞ্জেও জাতীয় যুব দিবস ২০২৪ পালন করা হয়েছে। গতকাল শুক্রবার (১ নভেম্বর)। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালিত হয়।
প্রথমে একটি র্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে এবং পরে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন যুব উন্নয়ন কর্মকর্তা আহসানুল হাবিব। সঞ্চালনা ছিলেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নুসরাত জাহান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি জনাব শামসুজ্জামান আসিফ,দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান,সমবায় কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
এ সময় বিভিন্ন সংগঠনের সফল উদ্যোক্তারা বলেন বেকার অবস্থায় অনেক কষ্ট করতে হয়েছে, মানসিকভাবে অশান্তিতে ছিলাম কিন্তু যুব উন্নয়ন থেকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে নিজেরাই এখন উদ্যোক্তা হয়েছি। এখন আমরা স্বাবলম্বী। হ্যাপি আক্তার,লিটন মিয়া, আব্দুল খালেক, আব্দুর রশিদ, সোমা দাস সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রতিনিধি ও সাংবাদিকবিন্দ বক্তব্য প্রদান করেন।
আলোচনা শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয় এবং উপজেলা চত্বরে বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ করা হয় ।