লালপুরে বিএনপি নেতা তাইফুল ইসলাম টিপুর পক্ষে জনমত গঠন

আগামী জাতীয় নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি নেতা তাইফুল ইসলাম টিপুর পক্ষে তার সমর্থক ও নেতা কর্মীরা দলীয় মনোনয়ন নিশ্চিত করতে নিরলসভাবে জনমত গঠনের কাজ করে যাচ্ছেন। এ উদ্দেশ্যে তারা উপজেলা দু’টির বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে কর্মী সমাবেশ ও পথসভা করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় রবিবার (৩ নভেম্বর) বিকালে উপজেলার দুড়দুড়ীয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দুড়দুড়ীয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দুড়দুড়ীয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি উক্ত মতবিনিময় সভার আয়োজন করে। দুড়দুড়ীয়া যুবদলের যুগ্ম আহবায়ক তাজিজুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সাদুরানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই (নান্নু)। এ সময় বক্তারা বলেন, তারা এমন একজন নেতা চান যিনি লালপুর – বাগাতিপাড়ার আনাচে-কানাচে প্রতিটি গ্রাম, গ্রামের মানুষ ও মাটিকে চিনেন এবং ভালোবাসেন। আর এক্ষেত্রে জননেতা তাইফুল ইসলাম টিপুর বিকল্প নাই। তাই তারা আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে তাইফুল ইসলাম টিপুকে দেখতে চান।
মতবিনিময় ও কর্মীসভাটিতে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাজির উদ্দিন (বাবু), দুড়দুড়িয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আলী আজগর, ছাত্রনেতা মশিউর রহমান সুমন ও বিএনপি’র সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।