ক্যায়াংঘাট ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র: ডেলিভারী কার্যক্রম শুরু

ক্যায়াংঘাট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সাথে গত রবিবার (৩ নভেম্বর ২০২৪) একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, এবার থেকে কেন্দ্রটি ডেলিভারী কার্যক্রম শুরু করতে যাচ্ছে, যা স্থানীয় জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
কেন্দ্রটি পাহাড়ি অঞ্চলের জনগণের জন্য পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, পুষ্টিসেবা, বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য শিক্ষা এবং সাধারণ স্বাস্থ্যসেবা প্রদান করে। এর ফলে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং নাগরিক অংশগ্রহণ নিশ্চিত হবে। বাংলাদেশ হেলথ ওয়াচ ও জাবারাং কল্যাণ সমিতির সহযোগিতায় গত বছর এই কেন্দ্রের জন্য একটি ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়।
সভায় উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এবং উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ক্যায়াংঘাট ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শক ত্রিশূল চাকমা। তিনি জানান, “সেবার কার্যক্রম বেড়েছে, এবং গ্রীনহীন থেকে দুইজন মিডওয়াইফ নিয়োগ দেওয়া হয়েছে।”
ডা. অনীক দাশ বলেন, “গর্ভাবস্থায় ও প্রসবের সময় মা এবং নবজাতকদের জন্য স্বাস্থ্য সেবা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এখানে গর্ভকালীন স্বাস্থ্যসেবার ওপর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।”
জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ফোকাল পার্সন বিনোদন ত্রিপুরা বলেন, “আমরা এই কেন্দ্রের উন্নয়নে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করছি। নবজাতক, শিশু এবং কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা সরবরাহের জন্য এ কেন্দ্রগুলোর মানোন্নয়ন খুবই জরুরি।”
প্রধান অতিথি দীপময় তালুকদার জানান, “এখন থেকে ক্যায়াংঘাট ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ২৪ ঘণ্টা খোলা থাকবে। যারা এখানে সন্তান প্রসব করবেন, তাদের জন্য বিশেষ প্যাকেজের উপহার দেওয়া হবে।”
সেবা নিতে আসা কবরি চাকমা (৩০) বলেন, “আগের তুলনায় স্বাস্থ্যসেবা অনেক ভালো হয়েছে।” অন্যদিকে, জনুরা চাকমা (২৬) জানান, “এখানে এসে স্বাস্থ্যসেবা সম্পর্কে অনেক কিছু শিখেছি। ডেলিভারী কার্যক্রম শুরু হওয়া সত্যিই ভালো খবর।”
নন্দিতা চাকমা জানান, “এখন থেকে যতগুলো গর্ভবর্তী মা সন্তান প্রসব করবে, সবাইকে এখানে নিয়ে আসবো।”