রাজস্থলীতে ইউনিয়ন পর্যায়ে এ্যাডভোকেসি এন্ড নেটওয়ার্কিং ফোরামের সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটির রাজস্থলীতে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) কারিতাসের উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে এ্যাডভোকেসি এন্ড নেটওয়ার্কিং ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) সকাল ১০ টার সময় (সিপিপি পিএইপি ২) প্রকল্পের আওতায় কারিতাসের রাজস্থলী উপজেলা অফিসে এই সভার আয়োজন করা হয়।
ঘিলাছড়ি ইউনিয়নের এ্যাডভোকেসি এন্ড নেটওয়ার্কিং ফোরামের সভাপতি সত্যজিৎ তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাসের জেপিও (মিল) মোঃ ফরহাদ আজিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাসের রাজস্থলী উপজেলার মাঠ কর্মকর্তা মোঃ মামুন শিকদার, রাজস্থলী প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাবীবুল্লাহ মিসবাহ, কুক্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাইথুইঅং খিয়াং এবং ঘিলাছড়ি মৌজার হেডম্যান প্রেমা তালুকদার।
এসময় বক্তারা এ্যাডভোকেসি এন্ড নেটওয়ার্কিং ফোরামের অভ্যন্তরীণ বিভিন্ন কার্যক্রম এবং আর্থসামাজিক উন্নয়নে কৃষক, শ্রমিক, পরিবেশ সুরক্ষা ইত্যাদি বিষয়ে আলোকপাত করেন। সরকার এবং বিভিন্ন উন্নয়ন সংস্থাগুলোর সাথে কৃষক এবং সাধারণ মানুষের সংযোগ তৈরী, বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার প্রক্রিয়া বক্তারা এতে আলোচনা করেন। এছাড়াও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পাথর উত্তোলন, ঝিড়ি থেকে কীটনাশক ব্যবহার করে মাছ, কাঁকড়া ধরার , বাঁশ কোড়ল উঠিয়ে ফেলাসহ পরিবেশের জন্য ক্ষতিকর বিভিন্ন বিষয়ের কুফল বিস্তারিত আলোচনা করা হয়। পৃথিবী এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য সকল শ্রেনিপেশার মানুষকে সচেতন হওয়ার কোন বিকল্প নেই।
এছাড়াও এতে এ্যাডভোকেসি এন্ড নেটওয়ার্কিং ফোরামের সকল সদস্য এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।