দুমকিতে বিএনপি কার্যালয়ে হামলা-ভাংচুর আ‘লীগের চার নেতা-কর্মী গ্রেফতার

পটুয়াখালীর দুমকিতে দু‘বছর আগের বিএনপি কার্যালয়ে হামলা ও ভাংচুরের মামলায় উপজেলা আ‘লীগের সদস্য ও ইউপি সদস্য হুমায়ুন কবির মৃধা সহ ৪নেতা-কর্মীকে গ্রেফতার করেছে দুমকি থানা পুলিশ।
বুধবার (৬ নভেম্বর) গভীর রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর ও লেবুখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে দুমকি থানা পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলেন শ্রীরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য ও উপজেলা আ‘লীগ সদস্য মোঃ হুমায়ুন কবির মৃধা (৪৫), লেবুখালী ইউনিয়ন আ‘লীগের সহসভাপতি মোঃ ছিদ্দিকুর রহমান আকন (৬৫), একই
ইউনিয়ন আ‘লীগের সদস্য মোঃ শহিদুল আকন (৪৫) এবং ইউনিয়ন আ‘লীগের সদস্য মোঃ সাইদুল ইসলাম টিটু আকন (৩৫)।
থানা পুলিশ সূত্র জানায়, ২০২২ সালে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে হামলা, বিএনপি কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ ও ভাংচুর করে আ‘লীগ ও সহযোগী সংগঠনের উচ্ছৃঙ্খল নেতা-কর্মীরা। এঘটনায় যুবদল নেতা মোঃ মোর্তুজা বিল্লাহ বাদী হয়ে আ‘লীগ ও সহযোগী সংগঠনের ৮৮জনের নাম উল্লেখ করে আরও আড়াইশ‘ জন অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার দুমকি থানায় একটি মামলা দায়ের করেছে। (মামলা নম্বর -০১/২৪, তাং ৭/১১/২৪)। ওই মামলায় আটককৃত ৪জনকে গ্রেফতার দেখিয়ে আজ বৃহস্পতিবার বিকেলে পটুয়াখালীর চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে সোপর্দ্দ করা হয়।
দুমকি থানার ওসি ফিরোজ আহমেদ গ্রেফতারের সত্যতা নিশ্চিৎ করে বলেন, আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।