কেন্দুয়ায় নাটাবের আয়োজনে তামাক নিয়ন্ত্রণে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ গাইড লাইন বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কর্মকর্তা ও অন্যান্য স্টেক হোল্ডারদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব)’র আয়োজনে কেন্দুয়া পৌরসভা হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব)’র সভাপতি মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দুয়া পৌরসভা প্রশাসক ইমদাদুল হক তালুকদার ।
এছাড়াও বক্তব্য রাখেন, ঢাকাস্থ নাটাবের প্রজেক্ট ম্যানেজার ফিরোজ আহমেদ ।
বক্তারা তামাক ও তামাকজাত দ্রব্যের সর্বাত্মক ক্ষতিকর প্রভাব নিয়ে আলোকপাত করেন । ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার ( নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (সংশোধনী) ২০১৩ আইনের উল্লেখযোগ্য ধারাও গুরুত্ব পায় তাঁদের বক্তব্যে ।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ আল আমিন সরকার , উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ইউনূস রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নুরুজ্জামান , ময়মনসিংহস্থ নাটাবের প্রোগ্রাম অফিসার মোঃ রবিউল ইসলামসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ও সুধীজন।