ফুলবাড়ীতে পলিথিন ব্যাবহার না করার জন্য সচেতনতামূলক আলোচনা

শুভ কাজে সবার পাশে, এই স্লোগানকে বুকে ধারন করে,দিনজাপুর ফুলবাড়ীতে বসুন্ধরা শুভ সংঘ, ফুলবাড়ী উপজেলা শাখা দিনাজপুর কর্তৃক কমিটি গঠন ও পলিথিন ব্যাবহারে সচেতনতা মুলক আলোচনা করা হয়।আজ ৮ ই নভেম্বর ২০২৪ ইং তারিখে বিকেল ৩ টায় ফুলবাড়ীর ভিমলপুর ইস্তেমা মাঠে উক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালের কন্ঠের ফুলবাড়ী প্রতিনিধি ও শুভ সংঘ ফুলবাড়ী উপজেলা শাখার প্রধান উপদেষ্টা জনাব আনোয়ার সাদাত মন্ডল। ফুলবাড়ী শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন এর সন্ঞালনায়, সোহেল রানা কে সভাপতি এবং আরিফুর ইসলাম (আরিফ) কে সাধারন সম্পাদক নির্বাচিত করে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।কমিটির লিস্ট:
১.সভাপতি সোহেল রানা২.সহ-সভাপতি মো:মেহেদুল ইসলাম৩.সহ-সভাপতি মানিক চন্দ্র৪.সহ-সভাপতি অপু আহম্মেদ সনি৫.সাধারণ সম্পাদক মো:আরিফুল ইসলাম (আরিফ)৬.যুগ্ন-সাধারন সম্পাদক আল-আমিন৭.যুগ্ন-সাধারন সম্পাদক ফাযকুরুনি শাওন৮.সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া রিপন,(৯.)প্রচার সম্পাদক সাদিকুল ইসলাম১০.দপ্তর সম্পাদক হাসানুর রহমান১১.আইসিটি রাশেদ ইসলাম১২.অর্থ-বিষয়ক সম্পাদক মো:সোহানুর রহমান১৩.নারী বিষয়ক সম্পাদক বণ্যা আক্তার১৪.নারী ও শিশু বিষয়ক সম্পাদক
সানজিদা আক্তার সুবর্ণা১৫.ক্রিয়া বিষয়ক সম্পাদক কৃষ্ণ রায় ১৬.কর্ম বিষয়ক সম্পাদক মো: হাসমত আলী,১৭.কার্যকরী সদস্যগণ হলো শাহিন আলম কোরবান আলী, মেহেদি হাসান, জিসান, সোহাগ হাসান,জিসানুর রহমান জিসান , শামিম আহম্মেদ,মোরশেদ, জিসান মাহমুদ শান্, সাজ্জাদ ইসলাম, রাশিদ ইসলাম, আউয়াল,সাজেদুল ইসলাম,মো:মোবারক ইসলাম,আবু সায়েম।
সর্ব সম্মতিক্রমে কমিটি পূর্নগঠনের পর নতুন দায়িত্বশীল দের নাম ঘোষনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন।সেই সাথে পলিথিন ব্যাবহার না করার অঙ্গিকার এবং সকলে ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার অঙ্গিকার করেন।প্রধান উপদেষ্টা আনোয়ার সাদাত মন্ডল দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন। সভাপতি সোহেল রানা, বলেন, যে সকল সদস্যদের নিঃস্কৃিয়তার কারনে আমাদের কার্যক্রম স্থবির হয়ে গিয়েছিলো,,তাদরে সংস্কার করে নতুন বাংলাদেশ এ নতুন ভাবে পথ চলা শুরু করেছে। সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম (আরিফ) বলেন, বিগত দিনের ভুল থেকে শিক্ষা নিয়ে, সকলের ভাতৃত্বপূর্ন সম্পর্ক নিয়ে আমরা সেচ্ছাসেবী হিসেবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবো, এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।